বাংলা ভাষা তিনি বিশেষ বলতে পারেন না, তবে বুঝতে পারেন বেশ ভালোই। এর আগে অবশ্য তামিল, তেলুগু, কন্নড়, ছবিতে অভিনয় করেছেন জনপ্রিয় মরাঠি অভিনেতা, উমাকান্ত পাতিল। কাজ করেছেন ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’, ‘সূর্যবংশী’, ‘জওয়ান’, বা ‘সার্কাস’-এর মতো বলিউডের পর। তবে এই প্রথম বাংলা ছবিতে অভিনয় করতে চলেছেন উমাকান্ত পাতিল। ছবির নাম 'ভামিনী'। তিনি ছাড়াও এই ছবিতে রয়েছেন উমাকান্ত ছাড়াও ছবিতে যে দু’জন অভিনেতা মুখ্য চরিত্রে ൲রয়েছেন, তাঁর💦া প্রিয়াঙ্কা সরকার এবং তথাগত মুখোপাধ্যায়।
ছবিতে প্রিয়াঙ্কা, উমাকান্ত ও তথাগতকে জুটি বেঁধে বালুরঘাটের এক অপরাধ চক্র দমন করবেন তাঁরা। আর এই ছবির হাত ধরেই পরিচালক হিসাবে প্রথমবার সিনেমার দুনিয়ায় পা রাখছেন চিকিৎসক স্বর্ণায়ু মৈত্র। এই📖 ছবির প্রযোজনা করেছে প্রযোজনায় সন্দীপ সরকারের ওঙ্কার ফিল্মস। গত সেপ্টেম্বরেই বালুরঘাটে শেষ হয়েছে এই ছবির শ্যুটিং।
সাধারণত বেশিরভাগ বাংলা ছবি হয় নায়ক নির্ভর হয়ে থাকে। তবে এই ছবিটি হতে চলেছে নারী কেন্দ্রীক। দিনাজপুরের লুপ্তপ্রায় সংস্কৃতি 'গমীরা নাচ'-এর উপর উঠে আসবে ছবির গল্প। আর তাই এই ছবিতে জন্যই আলাদাকে করে গমীরা নাচের 💝প্রশিক্ষণ নিয়েছেন প্রিয়াঙ্কা সরকার।
'ভামিনী'র অনুসারে ছবির কেন্দ্রীয় চরিত্র সুহিতা (প্রিয়াঙ্কা সরকার) একজন কলেজের অধ্যাপিকা। তাঁর বাড়িতে আশ্রিতা তিন মেয়ে বাহা, মুন্নি আর মেঘা। যাঁরা সকলে মিলে ‘গমীরা’ নাচের দল চালায়। আর🎶 সেই গমীরার আড়ালে সমাজেরꦕ বিভিন্ন অসামাজিক কাজের বিরুদ্ধে তাঁরা লড়াই করতে দেখা যায় তাঁদের। হঠাৎ শহরে নিয়ম বহির্ভূত এক হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের এর উপর ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হয়। যার প্রভাবে অনেক শিশু ও মহিলা মারা যান। এর বিরুদ্ধে লড়াই শুরু করে সুহিতা ও তাঁর গমীরা নাচের দল। তাঁকে সাহায্যের হাত বাড়িয়ে দের সুহিতার বন্ধু ও সহকর্মী কমল (তথাগত মুখোপাধ্যায়) আর স্পেশাল পুলিশ অফিসার ইন্দ্র (উমাকান্ত পাটিল)। সুহিতারা কি পারবে এই চক্রের মাথাকে খুঁজে বের করতে? এই নিয়েই এগোবে 'ভামিনী'র গল্প।
ইতিমধ্যেই সামনে এসেছে ছ﷽বির তিন কেন্দ্রীয় চরিত্রের লুক…

এর আগে Hindustan Times Bangla-কে 'ভামিনি' নিয়ে 'জওয়ান' খ্যাত উমাকান্ত পাতিল বলেন, ‘প্রথমবার আমি বাংলা ছবিতে অভিনয় করছি। এর আগে কোনওদিনও বাংলা বলিনি, শুধু শুনেছি। তবে এই ছবির জন্য আমি একটু একটু করে বাংলা শেখার ও বলার চেষ্টা করছি। পরিচালক নিজে আমায় কিছুটা বাংলা শেখাচ্ছেন। আমি নিজেও গুগলের সাহায্য নিয়ে কিছুটা শেখার চেষ্টা করছি। আমি এটা নিয়ে খুবই উৎসাহি, তবে কিছুটা নার্ভাসও লাগছে। কারণ, কখনও আরও একবার নতুন ভাষায়, নতুন কিছু করার চেষ্টা করছি। তবে তারপরেও আমি হিন্দি ডায়ালগই বেশি থাকছে, বাং👍লা কম। কারণ অতটা হয়ত আমি বংলা বলে উঠতে পারব না। তবে চেষ্টা করব, নতুন কিছু দেওয়ার।’&nℱbsp;