𒁏 ইদের দিন নতুন জামাকাপড় পরে সকলেই খুব সুন্দর করে সেজে ওঠেন। তবে মেয়েদের অনেকের কাছেই ইদ মানে হাত ভরা মেহেন্দি। কিন্তু মেহেন্দি পরা যথেষ্ট সময় সাপেক্ষ। এত কষ্ট করে মেহেন্দি পরার পর যদি ভালো রং না আসে তবে মন খারাপ হবে বৈকি। আসলে মেহেন্দিতে থাকে লসোন নামক একটি উপাদান। এটি ত্বকের কোষ, কোলাজেন এবং কেরাটিনের সঙ্গে মিশে গাঢ় বাদামি রং ধারণ করে।
আরও পড়ুন: 🌠চায়ে নুন দেওয়া থেকে লটারির খেল…এই ৭ প্র্যাঙ্কে যে কেউ হবে 'এপ্রিল ফুল'! রইল আইডিয়া
জেনে নিন কীভাবে মেহেন্দির রং গাঢ় করবেন
𝓀১) মেহেন্দি ব্যবহারের পর হেয়ার ড্রায়ারের সাহায্যে তাতে তাপ দিতে পারেন।
২) লেবুর রস ব্যবহার করলে মেহেন্দির রং গাঢ় হয়।
♈ ৩) তাছাড়া লেমন অয়েল, ইউক্যালিপটাস তেল বা লবঙ্গ তেল ব্যবহার করতে পারেন। এতে মেহেন্দির রং দীর্ঘস্থায়ী হবে।
আরও পড়ুন: 🔜গরম পড়তেই বাড়িতে আজ পটলের পদ রান্না হচ্ছে? খাওয়ার আগে পটলের ৭ উপকারিতা দেখে নিন
𝓰 ৪) কফি বাদামি রঙের আভা দেয়। তাই মেহেন্দির সঙ্গে কফি মিশিয়ে ব্যবহার করতে পারেন এতে রং গাঢ় হয়।
ဣ ৫) মেহেন্দিতে বিটের রসও মেশাতে পারেন। এতে প্রাকৃতিক ভাবে গাঢ় রং হবে। বা মেহেন্দির সঙ্গে বিটের পাউডারও মেশাতে পারেন।
🤡 ৬) তাছাড়াও মেহেন্দিতে চিনি রস করে তুলো দিয়ে ব্যবহার করতে পারেন। এতে রং আরও গাঢ় হবে ও দীর্ঘস্থায়ীও হবে।
আরও পড়ুন: 🅺ইদের আগে বাড়িতেই বানিয়ে ফেলুন মেহেন্দি, হাতের রং আরও গাঢ় হবে
✅ ৭) মেহেন্দি থেকে গাঢ় রং পেতে মেহেন্দি প্রায় ২-৬ ঘণ্টা রেখে দিন।
🍬 ৮) মেহেন্দি ধুয়ে ২ থেকে ৩ মিনিটের জন্য ঠান্ডা জলে হাত ডুবিয়ে রাখুন। ঠান্ডা জল ত্বকের ছিদ্র বন্ধ করে দেয় এবং রং দীর্ঘসময়ের জন্য থাকে।
🔴 ৯) মেহেন্দি শুকিয়ে গেলে তার উপর তেল দিয়ে ম্যাসাজ করতে পারেন। এর ফলে রং গাঢ় হবে।
෴ ১০) রোদে বের হওয়ার সময় মেহেন্দি দেওয়া হাত ঢেকে রাখুন। সূর্যের আলো মেহেন্দির রং হালকা করে দেয়।
যা যা করা যাবে না
𓃲১) মেহেন্দি দেওয়ার পর সাবান দিয়ে কখনও হাত ধুয়ে ফেলবেন না।