বাংলা নিউজ > টুকিটাকি > Eid-al-fitr 2025 Date: ১ এপ্রিল না ৩১ মার্চ, ভারতে কবে পালিত হবে খুশির ইদ? জানুন তারিখ
পরবর্তী খবর
Eid-al-fitr 2025: পবিত্র রমজান মাসের শেষেই খুশির ইদ উদযাপন। রোজার এই মাস ইসলাম ধর্মাবলম্বীদের জন্য শুভ মাস বল🌊ে গণ্য করা হয়। কথিত আছে, আজ থেকে প্রায় ১,৪০০ বছর আগে রমজান মাসে ইসলামের পবিত্র গ্রন্থ কোরানের প্রথম শ্লোক হজরত মহম্মদের কাছে এসে পৌঁছায়। এই মাসে তাই ইসলাম ধর্মাবলম্বী মানুষেরা ফজরের নামাজ পড়ে রোজা শুরু করেন। সূর্যাস্তের পর ইফতারের মাধ্যমে রোজা ভাঙেন। টানা এক মাস রোজা পালনের পর আসে খুশির ইদ বা ইদ-উল-ফিতর।
রোজা ভাঙা হয় ইদের দিন
হিজরি ক্যালেন্ডার অ🦩নুযায়ী, চলতি বছরের নবম মাস রমজান মাস। দশম মাস অর্থাৎ শাওয়াল মাসের প্রথম দিন সারা বিশ্বে ইদ উদযাপন করা হয়। ইদ-উল-ফিতর কথাটির অর্থ রোজা ভাঙার উত্সব। রমজান মাসের রোজা ভাঙা হয় ইদের দিন। চাঁদ দেখার উপর ভিত্তি করে রমজান মাস কখনও ২৯ দিন, কখনও ৩০ দিনের হয়।আরও পড়ুন - দীর্ไঘ রোজার শেষে ꦍইদ হয়ে উঠুক খুশির, ইদ মোবারক জানান আপনার পরিচিতদের
২০২৫ সালে ইদ-উল-ফিতরের তারিখ
প্রচলিত ক্যালেন্ডার অনুসারে ইদ-উল-ফিতরের নির্দিষ্ট তারিখ হয় না। এই তারিখ নির্ভর করে চাঁদ দেখার উপর। দশম মাস শুরুর আগে আকাশে চাঁদ দেখার রীতি রয়েছে। শাওয়াল মাসের চাঁদ প্রথম সৌদি আরবে দেখা যায়। সৌদি আরবের তারিখ অনু🌜যায়ী অন্যান্য দেশে ইদ পালনের তারিখ ঠিক করা হয়। চাঁদ দেখার উপর নির্ভর করেই রমজানের শুরু এবং শেষ। চলতি বছর ২ মার্চ থেকে পালন করা হচ্ছে রমজান মাস। ৩১ মার্চ শেষ হতে পারে রোজার এই মাস। এরপর চাঁদ দেখে উদযাপন করা হবে খুশির ইদ। এই বছর ইদ হতে পারে ১ এপ্রিল।൲ তবে ভারতে ইদের তারিখ নির্ভর করছে সৌদি আরবে চাঁদ দেখা উপর।আরও পড়ুন - Nihari Mutton: ইদ꧒ে বানিয়ে ফেলুন সুস্বাদু নিহারি 🧜মাটন, রইল রেসিপি