একদিকে ভয়াবহ ভূমিকম্প, অন্যদিকে গৃহযুদ্ধ! দুইয়ের ধাক্কায় বেসামাল মায়ানমার। দক্ষিণ এশিয়ার এই দেশটিতে ভূমিকমﷺ্পে মৃতের সংখ্যা ১৬০০ ছাড়িয়ে গিয়েছে। ৩,৪০০ জনেরও বেশি নিখোঁজ এবং ১০ লক্ষেরও বেশি মানুষ বাস্তুহারা হয়েছেন। সর্বশেষ আফটারশকের পরে তাৎক্ষণিকভাবে কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এই মুহূর্তে মায়ানমারজুড়ে শুরু ধ্বংসস্তূপ। আর সেই ধ্বংসযজ্ঞ ধরা পড়েছে স্যাটেলাইট ইমেজে।
প্ল্যানেট ল্যাবস পিবিসি থেকে স্যাটেলাইট ইমেজে দেখা গেছে, ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে নেপিদো আন্তর্জাতিক বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ার ধসে পড়েছে।ছবিতে দেখা যায়, টাওয়ারটি এমনভাবে উল্টে পড়েছে যেন এর গোড়া থেকে উপড়ে পড়েছে। মায়ানমারের রাজধানীর সব বিমান চলাচল নিয়ন্ত্রণকারী টাওয়ারের চূড়া থেকে ধ্বংসাবশেষ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।রাষ্ট্রসংঘের মানবিক ত্রাণ বিষয়ক দফতর ওসিএইচএ জানিয়েছে, মায়ানমার ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত রাস্তা ও পরিকাঠামোর কারণে ত্রাণ কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে।শুক্রবার মায়ানমারের মধ্যাঞ্চলে ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প হয়। ইন্ডিয়ান ও ইউরেশিয়👍ান টেকটোনিক প্লেটের পার্শ্♈ব ঘর্ষণে উৎপত্তি হওয়া এ ভূমিকম্পে সে দেশের প্রধান প্রধান সেতু ও মহাসড়কের মতো গুরুত্বপূর্ণ পরিকাঠামোগুলি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই কারণে দুর্যোগপূণ এলাকাগুলিতে প্রয়োজনীয় মানবিক ত্রাণ পাঠানো যাচ্ছে না বলে ওসিএইচএ জানিয়েছে।
আরও🍌 পড়ুন-আত্মনির্ভরতায়’ খরচ ৭০০০ কোဣটি! ভারতীয় সেনা পাচ্ছে এটিএজিএস বন্দুক
এক বি⛎বৃতিতে রাষ্ট্রসংঘ বলেছে, 'ইয়াঙ্গুন-নেপিদো-মান্দালয় এক্সপ্রেসওয়ে ক্ষতিগ্রস্ত হওয়ায় পরিষেবা ব্যাহত হচ্ছে।রাস্তায় ফাটল ও বহু স্থান উঁচুনিচু হয়ে যাওয়ায় বাস চলাচল বন্ধ রাখতে বাধ্য হচ্ছে।'সংস্থাটি আরও জানিয়েছে, মায়ানমারের মধ্যাঞ্চল ও উত্তর পশ্চিমাঞ্চলের হাসপাতালগুলি ভূমিকম্পে আহতদের স্রোতের সঙ্গে কুলিয়ে উঠতে পারছে না। পাশাপাশি রক্তের ব্যাগ, চেতনানাশক ও অন্যান্য ওষুধের সংকট দেখা দিয়েছে।এই সংকট কাটিয়ে ওঠার লক্ষ্যে রবিবার সে দেশে তাঁবু ও জরুরি ওষুধবাহী ১৭টি কার্গো ট্রাক পৌঁছানোর কথা রয়েছে।
আরও পড়ুন-আতღ্মনির্ভরতায়’ খরচ ৭০০০ কোটি! ভারতীয় সেনা পাচ্ছে এটিএজিএস বন্দুক
অন্যদিকে, ভূমিকম্পে ধ্বস্ত প্রতিবেশী রাষ্ট্র মায়ানমারে ত্রাণ এবং উদ্ধারকাজের জন্য বিশেষ অভিযান শুরু করেছে ভারত। যার নাম দেওয়া হয়েছে ব্রহ্মা অভিযান (অপারেশন ব্রহ্মা)। শনি✃বারই ত্রাণসামগ্রী নিয়ে মায়ানমারের উদ্দেশে পাঠানো হয়েছে ভারতীয় নৌসেনার দু’টি জাহাজ। জরুরি পরিস্থিতির জন্য ভারতীয় সেনার বিশেষ অস্থায়ী হাসপাতাল (ফিল্ড হসপিটাল)-ও পাঠানো হচ্ছে। ওই অস্থায়ী হাসপাতালে ভূমিকম্পে আহতদের জরুরি চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য যাচ্ছে চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মী-সহ ১১৮ জনের একটি দল। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর ৮০ জনের একটি দলকে মায়ানমারে পাঠানো হয়েছে উদ্ধারকাজে সাহায্য করার জন্য।পাশাপাশি চিন, দক্ষিণ কোরিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, ইরান, মালয়শিয়া, ইন্দোনেশিয়া-সহ বিভিন্ন দেশ সাহায্যের জন্য এগিয়ে এসেছে। চিন থেকে ১৩৫ জনের একটি উদ্ধারকারী দলকে পাঠানো হয়েছে মায়ানমারে। ভূমিকম্পে ধ্বস্ত দক্ষিণ এশিয়ার এই দেশটির পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও।