Voter-Aadhaar Card Linking: ২০২৬ সালে বিধানসভা ভোট। তার আগে শুরু হয়ে গিয়েছেভোটার ও আধ⭕ার কার্ড লিঙ্ক করা। বাড়িতে বসেই এই দুই কার্ড সহজে লিঙ্ক করিয়ে নিতে পারেন। কোন পদ্ধতিতে করবেন, ধাপে ধাপে দেখে নিন।
ভোটার ও আধার কার্ড লিঙ্ক করার পদ্ধতি
প্যান কার্ডের পর এবার ভোটার কার্ড লিঙ্ক করাতে হবে আধার কার্ডের সঙ্গে। ভোটার সা🔯র্ভিস পোর্টাল মারফত এই কাজ সহজেই করা সম্ভব। দেখে নিন সেই পদ্ধতি।
১. যারা নতুন ভোটার অর্থাৎ আগামি বছর প্রথম ভোট দেবেন𝔉, তাদের ফর্ম সিক্স পূরণ করতে হবে। যারা পুরনো ভোটার তাদের পূরণ করতে হবে ফর্ম সিক্স ব🦹ি।
২. লিঙ্ক করার জন্য প্রথমে ভোটার সার্ভিস♉ পোর্টাল voters.eci.gov.in-এ যেতে হবে।
৩. পোর্টালে ঢুকে ফর্ম অপশনটিতে ক্লিক করতে হবে। আগে যদি রেজিস্ট্রেশন করা থাকলে মোবাইল নম্বর, পাসওয়ার্ড๊ ও ক্যাপচা লিখে লগইন করতে হবে।
আরও পড়ুন - ‘রবীন্দཧ্রনাথের আদর্শ ভালো বুঝি, আশা করি কোনও সমস্যা হবে না!’ HT বাংলায় Exclusive বিশ্বভারতীর নতুন উপাচার্য
৪. আগে রেজিস্টꦿ্রেশন করা না থাকলে রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করে রেজিস্টার করুন। যে যে তথ্য চাইছে তা পূরণ করে পাসওয়ার্ড সেট করুন। আপনার মেল আইডিতে কনফার্মেশন লিঙ্ক বা ওটিপি আসবে। সেটি দিয়ে কনফার্ম করলে রেজিস্ট্রেশন সম্পূর্ণ হবে। এর পরের ধাপে ২-এর পদ্ধতিতে লগইন করুন।
৫. এবার হোমপেজে গিয়ে মাই পোর্টাল বিকল্পে যান। নতুন💦 না পুরনো ভোটার সেই অনুযায়ী ১-এর পদ্ধতি মেনে বেছে নিন নির্দিষ্ট ফর্ম।
৬. এবারে ফর্মে নিজের সব তথ্য দিয়ে ফিল আপ করে ফেলুন। ফিল আপ করার পর সাবমিট করলে মোবাইল নম্বরে 🌟ওটিপি আসবে। ওটিপি ভেরিফাই কর𒀰ে প্রিভিউ বাটনে ক্লিক করুন।
৭. প্রিভিউ ফর্মে সব তথ্য ঠিক থাকলে ফাইনাল সাবমিট অপশনে ক্লিক করে দিন। এটি করলেই একটি রেফারেন্স নম্বর দেখা🎀বে সাইট🐎ে।
৮. এই নম্বরটির স্ক্রিনশট নিয়ে রাখুন বা কোথাও লিখে রাখুন। পরবর্তী কালে ভোটার সার্ভিস পোর্টাল𒐪ের চেক স্ট্যাটাস অপশনে গিয়ে আপনার আবেদনের স্ট্যাটাস দেখতে পাবেন এর সাহায্যে।