Myanmar Earthquake: নিচ থেকে উপর পর্যন্ত ঝকঝকে লার্জ গ্লাস উইন্ডো বসানো। ২০-২৫ তলার বিশাল বিশাল বহুতল।🧔 ব্যাঙ্ককের এই দৃশ্য পাল্টে গেল মাত্র কয়েক সেকেন্ডে। ধুলোয় ভরে গেল চারপাশ। কীসཧের ধুলো? বহুতল মাটিতে মিশে যাওয়ার। কংক্রিটের বিশালাকায় গগনচুম্বী বহুতলকে কয়েক সেকেন্ডেই মাটিতে মিশিয়ে দিল মায়ানমারের ভূমিকম্প। নেটদুনিয়ায় ভাইরাল সেই ভিডিয়ো। মাটির ১৬ কিমি নিচে কম্পনের উদ্ভব হলেও তীব্রতার জেরে ছারখার হয়ে গিয়েছে দেশের বেশ কিছু অঞ্চল। প্রভাব পড়েছে পড়শি দেশ থাইল্যান্ডেও।
আরও পড়ুন - Myanmar Earthquake: প্রবল কম্পনে এক লহমায় চুরমার মা🌸য়ানমারের ঐতিহ্যবাহী আভা সেতু, ভাইরাꦕল ভিডিয়ো
ভেঙে পড়েছে মসজিদ, সেতু
শুক্রবার বেলা বারোটার কাছাকাছি সম🍸য় প্রবল কম্পন অনুভূত হয়। বহুতল ভেঙে পড়ার পাশাপাশি মসজিদও ভেঙে পড়েছে বলে খবর রয়টার্স সূত্রের। মৃত্যু হয়েছে ২০ জনের। এখনও পর্যন্ত ৮১ জন নিখোঁজ। জরুরি অবস্থা জারি হয়েছে বলে গুজব রটলেও পরে মায়ানমার সরকার জানায়, তেমন কোনও ঘোষণা এখনও হয়নি। আপাতত শুরু হয়েছে উদ্ধারকাজ।