ইদ-উল-ফিতরে রাস্তায় নমাজ পড়ার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে উত্তরপ্রদেশের মীরাট পুলিশ। আর সেই নিষেধাজ্ঞার আবহে দারুল উলুম দেওবন্দের তরফ থেকেও আবেদন করা হয়, কেউ যেন রাস্তায় নমাজ আদায় না করে মসজিদে বা ইদগাহতে যান। দেওবন্দের কার্যকরী উপাচার্য মৌলানা আবদুল খালিক মাদ্রাসি বলেন, 'ইদ-উল-ফিতর একটা খুশির উৎসব। রমজান জুড়ে রোজা রাখার পর এটা একটা উপহার। এই উপলক্ষে মসজিদ বা ইদগাহতে নমাজ আদায় করাই সবচেয়ে উপযুক্ত।' (আরও পড়ুন: ൩মোথাবাড়িতে শাঁখা-পলা পরতে বাধা পুলিশের? পদক্ষেপের পথে জাতীয় মহিলা কমিশন)
আরও পড়ুন: ♐পাকিস্তানে 'অজ্ঞাত পরিচয়' বন্দুকবাজের গুলিতে নিহত নিষিদ্ধ সুন্নত জামাত নেতা
এর আগে মীরাট পুলিশ সুপার (শহরাঞ্চল) আয়ুশ বিক্রম সিং জানিয়েছিলেন, উৎসবের সময় আইন-শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে এই আদেশ জারি করা হয়েছে। আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। রাস্তায় নমাজ পড়লে অভিযুক্তের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছিল পুলিশ। এমনকী পাসপোর্ট ও লাইসেন্স পর্যন্ত বাতিল করার হুঁশিয়ারিও দেওয়া হয়েছিল। এর আগে ২০২৪ সালে রাস্তায় নমাজ পড়ার জন্য ২০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল। আজ আলিগড়ে নমাজ আদায়ের জন্যে দুটি বিশাল জমায়েতের আয়োজন করেছিল প্রশাসন। ইদগাহ ময়দানে একটি জমায়েত হয়েছিল সকাল ৭টা নাগাদ। পরেরটি ৭টা ৪৫ মিনিট নাগাদ। (আরও পড়ুন: ꩲ‘মুসলিম ভাইদের…’, মোথাবাড়ির অশান্তি নিয়ে মুখ খুললেন তৃণমূলের সাবিনা ইয়াসমিন)
আরও পড়ুন: 🗹স্বামীর ইচ্ছায় জোর করে স্ত্রীর কুমারীত্ব পরীক্ষা করানো যায়? বড় পর্যবেক্ষণ HC-র