Definition of Woman: নিজেকে ‘নারী’ ভাবলেই তিনি ‘Woman’, বলছে কেমব্রিজ অভিধান
Updated: 14 Dec 2022, 06:04 PM ISTকেমব্রিজ ডিকশনারির নতুন সংজ্ঞা অনুযায়ী, Woman হলেন এমন এক প্রাপ্তবয়স্ক, যিনি একজন নারী হিসাবে জীবনযাপন করেন ও 'পরিচয়' দেন। জন্মের সময় তাঁর ভিন্ন লিঙ্গ থাকলেও তিনি যে নিজেকে মহিলা হিসাবে পরিচয় দেন, সেটাই বড় কথা। ফলে এমন মানুষদের 'ওম্যান' বলা হবে।
জন্মগতভাবে লিঙ্গ নির্বিশেষেই কেউ 'Woman'(নার🌄ী) হতে পারেন। যিনি নিজেকে স্ত্রীলিঙ্গ(Female) বলে পরিচয় দেন, তিনিই ওম্যান। নারী-র নতুন সংজ্ঞা যোগ করল কেমব্রিজ ডিকশনারি। এ🐬র ফলে রূপান্তরিত, সমকামী পুরুষ, রূপান্তরকামীরা- যাঁরা নিজেদের মহিলা বলে মনে করেন, তাঁরাও অভিধানের হিসাবে Woman বলে বিবেচিত হবেন। ফাইল ছবি: পিটিআই
(PTI) পরবর্তী ফটো গ্যালারি