$5 Million US Golden Card Details: মার্কিন নাগরিত্বের টিকিট বিক্রির ঘোষণা ট্রাম্পের, আমেরিকায় চালু হবে 'গোল্ড কার্ড'
Updated: 26 Feb 2025, 06:31 AM ISTমার্কিন নাগরিকত্ব পাওয়ার পথ 'বিক্রির' ঘোষণা প্রেসিডেন্ট ট্রাম্পের। আমেরিকার ইবি-৫ ভইসা প্রকল্পের বদলে এবার গোল্ড কার্ড চালু করা হবে। ডোনাল্ড ট্রাম্পের কথায়, গ্রিন কার্ডের 'প্রিমিয়াম সংস্করণ' হবে এই গোল্ড কার্ড। ডোনাল্ড ট্রাম্প বলেন, মার্কিন নাগরিকত্ব অর্জনের 'পথ খুলে দেবে' এই গোল্ড কার্ড।
পরবর্তী ফটো গ্যালারি