তখন সবে স্টেশন ছেড়ে যেতে শুরু করেছে রাজধানী এক্সপ্রেস। স্টেশনে দাঁড়ানো এক ব্যক্তিকে দেখা গেল চলন্ত ট্রেনে নিজের পোষ্যকে টেনে নিয়ে উঠতে উদ্যোগ নিচ্ছেন। নিরীহ পোষ্য কুকুর তখনও জানেনা তার সঙ্গে কী ঘটতে চলেছে। চলন্ত ট্রেনে ওঠার চেষ্টা করেও ꦛশেষ মুহূর্তে সে পারেনি। ততক্ষণে কুকুরের গলায় বাঁধা কলার ধরে তাঁর মালিক টেনে হিঁচড়ে তোলার চেষ্টা ছাড়েননি! এরই মধ্যে কলার খুলে ট্রেন আর স্টেশনের মাঝখান দিয়ে রেল ট্র্যাকে পড়ে যায় ওই নিরীহ কুকুর। এরপর যা ঘটল, তা অবাক করবে অনেককেই!
সদ্য ভাইরাল হয়েছে এক গায়ে কাঁটা দꦚেওয়া ভিডিয়ো (ভিডিয়োর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান ট👍াইমস বাংলা)। তাতে দেখা যাচ্ছে, এক ব্যক্তি চলন্ত রাজধানী এক্সপ্রেসে তাঁর কুকুরকে টেনে হিঁচড়ে তোলার চেষ্টা করছেন। এমন পরিস্থিতিতে ওই চলন্ত ট্রেনে উঠতে পারেনি পোষ্যটি। তাঁর অভিভবাক তাঁকে ২ বার চেষ্টা করান ট্রেনে তুলতে। তবে তা হয়নি। ট্রেনে উঠতে না পেরে কোনও মতে স্টেশনের মেঝে আঁকড়ে ধরতে চেয়েছিল কুকুরটি। ততক্ষণে আপ্রাণ চেষ্টা করেও পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে সেটাও করতে পারেনি সে। শেষমেশ নিরীহ কুকুরটি পড়ে যায় রেল ট্র্যাকে। ঠিক কোন এলাকায় এই ঘটনা ঘটেছে, তা এখনও নিশ্চিত হয়নি। বহু সোশ্যাল মিডিয়া পোস্ট বলছে, ঘটনা সেন্ট্রাল রেলওয়ের। ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় আসতেই অনেকেই ক্ষোভে ফেটে পড়েন। ওই পোষ্যের মালিককে তুলোধনা করতে ছাড়েননি অনেকেই। তথ্য বলছে, রাজধানীর বোগি নম্বর ১৯৩৭৫১ এর সামনে এই ঘটনা ঘটে গিয়েছে। কুকুর রেলের ট্র্যাকে পড়ে যেতেই স্টেশনে চাঞ্চল্য দেখা দেয়। ভিডিয়োয় দেখা যায় পোষ্যের মালিকও ততক্ষণে হতবাক।
এদিকে, ট্র্যাকে কুকুর পড়ে যেতেই তাকে হন্যে হয়ে খুঁজতে দেখা যায় ওই ব্যক্তিকে। তবে অবিশ্বাস্য ঘটনা এরপরই ঘটে। ‘ফ্রি প্রেস জার্নাল’র খবর অনুযায়ী, ওই কুকুরটি বেঁচে গিয়েছে𒅌। তবে এই বিষয়ে নিশ্চিত তথ্যের অপেক্ষা করা হচ্ছে। অবিশ্বাস্যভাবে কীভাবে কুকুরটি বেঁচে গেল, তা নিয়ে প্রশ্ন উঠছে। তবে শেষমেশ তার কুশল🅠 সংবাদের এই তথ্যে স্বস্তি পেয়েছেন বহু নেট নাগরিক।আপাতত কুকুরটির বেঁচে যাওয়ার তথ্য নিশ্চিত হওয়ার অপেক্ষা। নেটিজেনদের অনেকের দাবি, কুকুরের ওই অভিভাবকের বিরুদ্ধে BNS 325 ধারায় মামলা হওয়া দরকার। বিতর্ক চলছে ব্যক্তির কর্মকাণ্ড নিয়ে।