World's Longest Ropeway in India: বিশ্বের দীর্ঘতম রোপওয়ে হচ্ছে ভারতে, পাহাড়ে পৌঁছানো যাবে যানজট এড়িয়েই, কবে চালু? Updated: 01 Apr 2025, 05:46 PM IST Ayan Das বিশ্বের দীর্ঘতম রোপওয়ে হচ্ছে ভারতে। আর ৪০ কিলোমিটারের বেশি দীর্ঘ সেই রোপওয়ের ফলে পাহাড়ে পৌঁছানো যাবে যানজট এড়িয়ে। এখন যানজটের কারণে ওই পথটা অতিক্রম করতে অনেকক্ষণ সময় লেগে যায়। রোপওয়ে তৈরি হয়ে গেলে সেটা হবে না। কবে চালু হবে?