♊ আক্ষরিক অর্থেই ছত্রের বঞ্চনায় সরব হলেন কলকাতা নাইট রাইডার্সের মেন্টর ডোয়েন ব্র্যাভো। দলকে উল্লেখযোগ্য সাফল্য এনে দেওয়া সত্ত্বেও কেকেআর তারকার কাছ থেকে জাতীয় দলের ক্যাপ্টেন্সি কেড়ে নেওয়ায় সোশ্যাল মিডিয়ায় ফুঁসে উঠলেন ক্যারিবিয়ান কিংবদন্তি।
🔜এই মুহূর্তে ডোয়েন ব্র্যাভো কলকাতা নাইট রাইডার্সের মেন্টর হিসেবে আইপিএলে ব্যস্ত। তাঁর অধীনে নাইট রাইডার্সের স্কোয়াডে রয়েছেন আরও এক ক্য়ারিবিয়ান তারকা রোভম্যান পাওয়েল। উল্লেখযোগ্য বিষয় হল, বেশ কিছুদিন ধরে পাওয়েল ওয়েস্ট ইন্ডিজের টি-২০ দলকে নেতৃত্ব দিতেন। তবে সোমবার ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড পাওয়েলের টি-২০ ক্যাপ্টেন্সি কেড়ে নেয়। বদলে ওয়েস্ট ইন্ডিজের নতুন টি-২০ দলনায়ক বেছে নেওয়া হয় শাই হোপকে।
꧑একই দিনে ওয়েস্ট ইন্ডিজ বোর্ডের তরফে জানিয়ে দেওয়া হয় যে, ক্রেগ ব্রাথওয়েট টেস্ট দলের নেতৃত্ব ছেড়ে দিয়েছেন। তাঁর পদত্যাগের কারণও জানানো হয় সোশ্যল মিডিয়ায়। ব্রাথওয়েটের বদলে ওয়েস্ট ইন্ডিজের নতুন টেস্ট ক্যাপ্টেন হবেন কে, সেটা অবশ্য এখনও জানানো হয়নি।
✅উল্লেখ্য, রোভম্যান পাওয়েল ২০২৩ সালের মে মাসে ওয়েস্ট ইন্ডিজের টি-২০ ক্যাপ্টেন নিযুক্ত হন। তাঁর নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজ ৩৭টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচে মাঠে নামে। ১৯টি ম্যাচে তারা জয় তুলে নেয় এবং ১৭টি ম্যাচে পরাজিত হয়। ব্রাথওয়েটের নেতৃত্ব ছাড়া নিয়ে মুখ খোলেননি ব্র্যাভো। তবে পাওয়েলকে ছেঁটে ফেলা নিয়ে তিনি সোশ্যাল মিডিয়ায় কার্যত বিদ্রোহ ঘোষণা করেন।
♍ব্র্যাভো লেখেন, ‘ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড, তোমরা ক্যারিবিয়ান মানুষের কাছে এবং ক্রিকেট বিশ্বের কাছে আরও একবার প্রমাণ করেছ যে, খেলোয়াড়দের সঙ্গে অবিচার জারি রয়েছে। একজন প্রাক্তন খেলোয়াড় হিসেবে এবং একজন ক্রিকেট অনুরাগী হিসেবে অনায়াসে বলতে পারি যে, এটা (পাওয়েলের ক্যাপ্টেন্সি কেড়ে নেওয়া) সর্বকালের সব থেকে খারাপ সিদ্ধান্ত।’
♑ডোয়েন আরও লেখেন, ‘রোভম্যান পাওয়েল তখন ক্যাপ্টেন্সি হাতে নেয়, যখন আমাদের দল ৯ নম্বরে ছিল। সেখান থেকে ব়্যাঙ্কিংয়ের তিন নম্বরে পৌঁছয় দল। তোমরা তার কী প্রতিদান দিলে? খেলোয়াড়দের সঙ্গে এই দুর্ব্যবহার কবে থামবে? সব দিক থেকেই এটা দুঃখজনক বিষয়।’
🌼উল্লেখ্য, রোভম্যান পাওয়েলকে আইপিএল ২০২৫-এর মেগা নিলাম থেকে দেড় কোটি টাকার বেস প্রাইসে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স। যদিও এখনও কেকেআরের হয়ে চলতি আইপিএলে মাঠে নামা হয়নি ক্যারিবিয়ান তারকার। কলকাতা নাইট রাইডার্স আইপিএল ২০২৫-এ এখনও পর্যন্ত মোট ৩টি ম্যাচে মাঠে নেমেছে।