কোর্ট অফ আর্বিট্রেশন ফর স্পোর্টসে ধাক্কা খেলেন স্প্যানিশ ফুটবল ফেডারেশনের প্রাক্তন সভাপতি লুইস রুবিয়ালেস। ২০২৩ মহিলা ফুটবল বিশ্বকাপের ফাইনালের পর একপ্রকার জোর করেই স্পেনের মহিলা ফুটবলার জেনি হারমোসোকে চুম্বন করেন লুইস, যা ছিল একদমই জেনির অনুমতির বিরুদ্ধে। অর্থাৎ তাঁকে যৌন হেনস্থা করা হয় বিশ্বফুটবলের মঞ্চে, প্রকাশ্যে। এরপরই বিষয়টি নিয়ে বিস্তর বিতর্ক এবং সমালোচনা হতেই স্প্যানিশ ফুটবল ফেডারেশন সরিয়ে দেয় তাঁকে। এছাড়াও 🧸ফিফার নির্বাসনের মুখে পড়েন তিনি। এরপরই তিনি সর্বোচ্চ ক্রীড়া আদালতে আবেদন জানান।
শাস্তি বহাল থাকল রুবিয়ালেসের
সিএএসের কাছে 🍸যৌন হেনস্থার ঘটনায় অভিযুক্ত লুইস রুবিয়ালেস আবেদন জানান, যাতে ফিফার তরফে তাঁর ওপর যে ৩ বছরের নির্বাসনের শাস্তি দেওয়া হয়েছে, তা কমিয়ে দেওয়া হয় অথবা প্রত্যাহার করা হয়। যদিও সিএএস সেই আবেদনে সাড়া দিল না। ফলে ফিফার দেওয়া শাস্তিই বহাল থাকল স্প্যানিশ ফেডারেশনের প্রাক্তন সভাপতি🍎র। অক্টোবর ২০২৩ সাল থেকে নির্বাসন শুরু হয় রুবিয়ালেসের।
আরও পড়ুন-২০৩০ কমনওয়েলথ গেমস আয়োজন করতে ইচ্ছুক ভ🥃ারত! পাঠানো হচ্ছে প্রস্তাব! হবে ক্রিকেটও? দেখে নিন
সিএএসে ধাক্কা খেলেন রুবিয়ালেস
কোর্ট অফ আর্বিট্রেশন ফর স্পোর্টসের প্যানেল জানায়, যে ৪৭ বছর বয়সী লুইস রুবিয়ালেসের বিরুদ্ধে যে অভিযোগগুলো রয়েছে তা সত্য। অর্থাৎ ফিফার শৃঙ্খলারক্ষার যে আইন রয়েছে, তা একাধিক ধারায় ভঙ্গ করেছেন লুইস। তাই তাঁর বিরুদ্ধে নেওয়া শাস্তি প্রত্যাহারের কোনও প💮্রশ্নই নেই। ফলে আরও দেড় বছরেরও বেশি সময় তাঁকে ফুটবলের কার্যকলাপ থেকে দূরে থাকতে হবে।
ফিফার শাস্তি বহাল থাকল
সিএএস জানায়, ‘রুবিয়ালেসের আবেদনে জানানো হয়েছিল, যাতে শাস্তি প্রত্যাহার করা হয়। অথবা সেই শাস্তি কমিয়ে দেওয়া হয়। অথবা যাতে ফিফার দেওয়া শাস্তি সংস্কার করা সংশোধন করা হয়। তবে তাঁর সেই আবেদন খারিজ করে দেওয়া হচ্ছে এবং যে শাস্তি দেওয়া হয়েছিল, তাই বহাল থাকছে ।’ ক্রীড়াক্ষেত্রের সর্বোচ্চ আদালতে ধাক্কা খাওয়ায় আর তাঁর কাছে শাস্তির বিরুদ্ধে নতুন করে আবেদনের কোনও সুযোগই রই♓ল না।
জরিমানা করা হয়েছে রুবিয়ালেসের
এদিকে কদিন আগে নিজের দেশেও ধাক্কা খেয়েছেন স্প্যানিশ ফুটবল ফেডারেশনের প্রাক্♔তন সভাপতি লুইস রুবিয়ালেস। তাঁকে যৌন হেনস্থা কাণ্ডে দোষি সাব্যস্ত করেছে স্প্যানিশ হাই কোর্ট। কোন🗹ওরকম অনুমতি ছাড়া চুম্বনের ঘটনায় তাঁর ১০ ইউরো জরিমানা করা হয়েছে। এছাড়াও স্প্যানিশ আদালতের তরফে রায়তে বলা হয়েছে, নির্যাতিতা ফুটবলারের ২০০ মিটারের মধ্যে ঘেষতে পারবেন না লুইস রুবিয়ালেস।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।