▨ ২০৩০ কমনওয়েল্থ গেমস আয়োজন করতে চাইল ভারত। জানা যাচ্ছে, ইতিমধ্যেই ভারতের তরফ থেকে এই গেমস আয়োজনের জন্য প্রস্তাব জানানো হয়েছে। একইসঙ্গে বলা হয়েছে ২০২৬ সালে গ্লাসগোতে অনুষ্ঠিত হতে চলা গেমসে যে সমস্ত খেলা আয়োজন করা যাচ্ছে না, ভারতে ২০৩০ গেমসে সেই খেলাগুলোকেও ফের অন্তর্ভুক্ত করা যাবে।
🔴মার্চের ৩১ তারিখের মধ্যে সরকারিভাবে কমনওয়েল্থ ২০৩০র জন্য আবেদন জানাতে হবে। সেক্ষেত্রে নিয়ম মতো ভারতের কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকও নির্দিষ্ট সময়ের মধ্যেই আবেদন জানাতে চলেছে বলে জানা যাচ্ছে। ভারতে যাতে এই গেমস আয়োজন করা যায়, সেই জন্য কমনওয়েলথের কাছে ভালো প্রস্তাবও দিয়েছে ভারত।
🅷ভারতের ক্রীড়ামন্ত্রকের এক সূত্র জানিয়েছে, ‘আমরা ২০৩০ কমনওয়েলথ আয়োজনের বিষয়ে আগ্রহী। কমনওয়েলথ ফেডারেশনের সঙ্গে একটি সাক্ষাৎও আমাদের হয়েছে যেখানে এই নিয়ে কথা বলেছি। আমরা ইতিমধ্যেই প্রস্তাব দিয়েছে যাতে ২০২৬ সালের গেমস থেকে বাদ যাওয়া খেলাগুলো ভারতে ২০৩০ সালের গেমসে আয়োজন করা হয়, সেক্ষেত্রে ভারতে সমস্ত সুযোগ সুবিধা মিলবে ’।
꧙২০২৬ সালে কমনওয়েলথে গেমসে হকি, ব্যাডমিন্টন, ক্রিকেট, কুস্তি, শ্যুটিয়ের মতো বড় বড় কয়েকটা খেলা হবে না। ভারত চাইছে এই খেলাগুলোকে ২০৩০ সালে ফেরাতে, সেক্ষেত্রে ভারতের পদক জয়ের সংখ্যাও বাড়তে পারে। জানা যাচ্ছে যাতে গোটা গেমস আয়োজনটি খরচ সাপেক্ষ না হয়, তাই চারটি ভেনুতেই সব খেলা অনুষ্ঠিত করার প্ল্যানিং চলছে। এর আগে ২০২২ সালের বার্মিংহ্যাম গেমসের সময়ও ভারতের তরফে একইরকম প্রস্তাব দেওয়া হয়েছিল, তবে সেই প্রস্তাব কোভিডের কারণে সেবার রাখা সম্ভব হয়নি।
🌳কমনওয়েলথ গেমস আয়োজনের সঙ্গে সঙ্গেই ২০৩৬ অলিম্পিক্স আয়োজনের দিকেও এক ধাপ এগোতে চাইবে ভারত। আগামী মাসে আইওএর নির্বাচনের পরই ভারতের তরফ থেকে ২০৩৬ অলিম্পিক্স আয়োজনের বিষয়টি নিয়ে আবেদনের তোরজোর শুরু হবে। গতবছরই ভারত জানিয়েছিল, তাঁরা ২০৩৬ সালের অলিম্পিক্স আয়োজন করতে চায়। প্রসঙ্গত ২০১০ সালে কমনওয়েলথ গেমস আয়োজন করেছিল ভারত।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।