শনিবার আইএসএল শিল্ড জয় নিশ্চিত হল না মোহনবাগান সুপার জায়ান্টের। ইন্ডিয়ান সুপার লিগের (আইএসএল) ইতিহাসে প্রথম দল হিসেবে পরপর দুটি মরশুমে শিল্ড জয়ের জন্য সবুজ-মেরুন ব্রিগেডকে রবিবার পর্যন্ত অপেক্ষা করতে হবে। কারণ শনিবার কেরালা ব্লাস্টার্স এফসিকে ২-০ গোলে হারিয়ে দিয়েছে এফসি গোয়া। আর গোয়ার সেই জয়ের ফলে রবিবার ঘরের মাঠে ৬২,০০০ দর্শকের সামনে শিল্ড জয় উদযাপনের সুযোগ পেয়ে গেল মোহনবাগান। সেজন্য শুধুম♊াত্র ওড়িশা এফসিকে হারাতে হবে। তাহলেই এবার পুরোপুরি ছড়ি ঘুরিয়ে নিজেদের ঘরে শিল্ড নিয়ে চলে আসবে মোহনবাগান।
আইএসএলের পয়েন্ট তালিকা
১) মোহনবাꦇগান: ২১টি ম্যাচে ম♛োহনবাগানের ঝুলিতে আছে ৪৯ পয়েন্ট।
২) এফসি গোয়া: ২১টি ম্যাচে ꦿগোয়ার ঝুলিতে ৪২ পয়𓆏েন্ট।
আইএসএল শিল্ড জয়ের সহজ অঙ্ক
অর্থাৎ দু'দলেরই তিনটি করে ম্যাচ বাকি আছে (প্রতিটি দল ২৪টি ম্যাচ খেলবে)। গোয়া সর্বোচ্চ ৫১ পয়েন্টে পৌঁছাতে পারবে। আর ওড়িশাকে রবিবার হারিয়ে দিলেই মোহনবাগান ৫২ পয়েন্টে পৌঁছে যাবে। আর গোয়ার ধরাছোঁয়ার বাইরে চলে যাবে সবুজ-মেরুন ব্রিগেড। যে মোহনবাগান এবং গোয়ার সুপার সিক্সের টিকিট ইতিমধ্যে নিশ্চিত হয়ে গিয়েছে।&🍎nbsp;
তবে সেটা ছাপিয়েও আপাতত শিল্ড জয়ের উপর🌺ে ফোকাস করছে মোহনবাগান। গতবার যুবভারতীতে মুম্বই সিটি এফসিকে রুদ্ধশ্বাস ম্যাচে হারিয়ে শিল্ড জিতেছিল। এবার পরিস্থিতি ও প্রেক্ষাপট পুরোপুরি আলাদাও নিজেদের দুর্গেই রবিবার শিল্ড নিশ্চিত করতে মরিয়া সবুজ-মেরুন ব্রিগেড।
আরও পড়ুন: CAS-র কাছে ধাক্কা! FIFAর দে💝ওয়া শাস্তি কম🐷ল না রুবিয়ালেসের! যৌন হেনস্থাকাণ্ডে হল জরিমানাও!
প্লে-অফের লড়াইয়ে টিকে থাকার লক্ষ্যে ওড়িশা
অন্যদিকে ওড়িশা আবার প্রথম ছয়ে ঢোকার চেষ্টা করছে, যাতে প্লে-অফে🅷র টিকিট মেলে। আপাতত ২১টি ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে আছে ওড়িশা। মুম্বই আছে ছয় নম্বরে। ২১টি ম্যাচে মুম্বইয়ের ঝুলিতে আছে ৩২ পয়েন্ট। সেই পরিস্থিতিতে বাকি তিনটি ম্যাচে একটুও পা হড়কে গেলে প্লে-অফে ওঠার স্বপ্ন জোরদার ধাক্কা খাবে।
আরও পড়ুন: CWG Glasgow 2026: পদক বাড়াতেই হবে! কমনওয়🉐েলথ গেমসে বাদ পড়া ইভেন্টে ফেরাতে মরিয়া ভারত
আইএসএলে মোহনবাগান ও ওড়িশার মুখোমুখি রেকর্ড
ইন্ডিয়ান সুপার লিগের ইতিহাসে দু'দল মোট ১২টি ম্যাচ খেলেছে। পাঁচবার জিতেছে মোহনবাগান। একবার জিতেছে ওড়িশা। ছ'টি ম্যাচ ড্র হয়েছে। আর রবিবার দু'দলই নিজেদের জেতা ম্যাচের সংখ্যাটা বাড়িয়ে ফেলতে মরিয়া। শেষ হাসি কে হাসবে, তা বোঝা যাবে সন্ধ্যায়। রবিবার সন্ধ্যা ৭ টা ৩০ মিনিট থেক♉ে যুবভারতী স♋্টেডিয়ামে ম্যাচ শুরু হবে। যে ম্যাচের জন্য মোহনবাগান সমর্থকদের মধ্যে টিকিটের হাহাকার পড়ে গিয়েছে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।