মোহনবাগান💮 ক্লাবের আগামী তিন বছরের শাসনভার কার হাতে থাকবে? উত্তর স্পষ্ট হয়ে যাবে আগামী কয়েক মাসের মধ্যেই। শনিবার ছিল মোহনবাগানের কর্মসমিতির বৈঠক। আর সেখানেই মোহনবাগান ক্লাবের নির্বাচন নিয়ে আভাস মিলল, যা এতদিন ধরে চেয়ে আসছিল সৃঞ্জয় বোস ঘনিষ্ঠরা। তবে ঠিক কোন দিনে নির্বাচন হবে তা এখনই জানা যায়নি।
✅আসলে শনিবার থেকেই ক্লাবের নির্বাচনের বিষয়ে কর্মসমিতির বৈঠকে শিলমোহর পড়ল। অর্থাৎ সামনেই যে নির্বাচন তা একপ্রকার নিশ্চিত। তবে কোন প্রক্রিয়ায় নির্বাচন হবে, কবে নির্বাচন হবে। সেসব নিয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। এদিনের বৈঠকের শেষেই মোহনবাগানের নির্বাচনের জন্য এক কমিটিও গঠন করা হয়।
আর ২৪ ঘন্টার অপেক্ষা। তারপরই মোহনবাগান ক্লাবে ঢুকতে পারে ব্যাক টু ব্যাক আইএসএল꧂ শিল্ড। ২০২০ সালে নেওয়ার এটিকের সঙ্গে সংযুক্তিকরণের সিদ্ধান্তটা কতটা ঠিক ছিল, সেটা বোঝা যাচ্ছে আইএসএলে বাগানের টানা সাফল্যে। আর আইএসএল জয়ের দোরগোড়ায় দাঁড়িয়েই মোহনবাগানের শাসক বিরোধী সবপক্ষই নির্বাচনের বিষয়ে সায় দিয়ে দিলেন।
🌠বলাই বাহুল্য আগামী নির্বাচনে মোহনবাগান ক্লাবের মসনদে যেই আসুন না কেন, তিনি কিন্তু আগামী কয়েকদিন দাবি করবেন এটিকের সঙ্গে বাগানের গাঁটছড়া বাধার মূলে ছিলেন তিনিই। ২০২২ সালে নির্বাচনে জিতে দেবাশিস দত্তরা মোহনবাগানের ক্ষমতায় আসেন, ক্লাব থেকে একপ্রকার বিদায় হয়ে যায় সৃঞ্জয় বোসদের। যদিও সম্মানরক্ষার খাতিরে টুটু বসুকে সভাপতি করা হয়েছিল।
🌟কয়েক সপ্তাহ আগেই সৃঞ্জয় বোস প্রশ্ন করেছিলেন বাগানের নির্বাচনের দিনক্ষণ নিয়ে। কিছুদিন আগে মোহনবাগানের বার্ষিক সাধারণ সভাও উত্তাল হয়েছিল। অবশ্য মোহনবাগানের নির্বাচন ঠিক কোন পদ্ধতি মেনে হবে তা এখনও জানা যায়নি। অর্থাৎ সোসাইটি অ্যান্ড মেনে না ক্লাবের সংবিধান অনুযায়ী। এই নিয়েই রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তের দ্বারস্থ হচ্ছে বাগান শিবির।
সূত্রের খবর, মোহনবাগানে🍃র নির্বাচনের জন্য যে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে সেখানে রয়েছেন প্রাক্তন বিচারপতি অসিম কুমার রায়, বিশ্বব্রত বসু মল্লিক, জনি মুখোপাধ্যায়, সৌরিন্দ্র রায় এবং সোমা মুখোপাধ্যায়। ক্লাবের সহ সভাপতি কুণাল ঘোষ জানান, ‘নির্ধারিত সময়ই নির্বাচন হবে। এজিএমের নির্বাচন নিয়ে যা আলোচনা হয়েছে,তাতে কর্মসমিতির সদস্যরাও একমত। নির্বাচনী কমিটিও ঠিক হয়ে গেছে। সৃঞ্জয় বোস কিছু আইনি সুপারিশ করেছেন। ক্লাব নির্বাচন করতে চাইছে ’। সৃঞ্জয় বোস জানিয়েছেন যেহেতু ২০২২ সালে সেভাবে কোনও বিরোধী পক্ষ ছিল না, তাই তখন সোসাইটি অ্যাক্ট বা ক্লাব রুলের বিষয় নিয়ে এত কথা হয়নি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।