বিভিন্ন ধরনের গ্রহ নক্ষত্রের অবস্থানের মাঝে বৈদিক জ্যোতিষশাস্ত্রে আলাদা গুরুত্ব রয়েছে চন্দ্রদেবের। ধার্মিক মান্যতা অনুযায়ী হিন্দুশাস্ত্রে তাঁর মাহাত্ম্য তো আছে বটেই, তা ছাড়াও চন্দ্রদেব নানান দিক থেকে জ্যোতিষ গণনায় গুরুত্বপূর্ণ। বৈদিক 🅰পঞ্চাঙ্গ অনুসারে আজ, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪ থেকেই চন্দ্র দেবের গোচর রয়েছে। আজই তিনি তুলা রাশিতে গোচর করছেন। তবে চন্দ্র বেশিদিন একই রাশিতে স্থিত থাকেন না। তারই মাঝে দেখা যাক, চন্দ্রের গোচরে আজ থেকে কাদের ভাগ্যে তুমুল উন্নতির রেখা স্পষ্ট হচ্ছে।
মেষ
শিক্ষা ক্ষেত্রে আসবে বিপুল সাফল্য। চাকরিরতরা নিজের কাজ সম্পূর্ণভাবে শেষ করতে পারবেন। কেরিয়ারে আসবে সাফল্য। পরিবারের সঙ্গে কোথাও বেড়াতꦿে যেতে পারেন। ব্যবসায়ীরা নতুন কোনও অর্ডার পেতে পারেন। আপনার স্বাস্থ্য আগের থেকে ভালো থাকবে। জীবনসঙ্গীর থেকে সব ধরনের সাহায্য পেতে পারেন। ধার্মিক কাজ🎃ে আপনার রুচি হবে।
( Bangladesh linked terrorists: এড়🍌ানো গেল বড় নাশকতা! বাংলাদেশের জঙ্গি সংগঠনের আরও ২ সদস্য 🍌ধৃত, অসমে উদ্ধার বিপুল অস্ত্র)
( Azerbaijan plane:মাটিতে আছড়ে পড়🌳তেই ভয়াবহ অগ্নিস্ফূলিঙ্গ! রুশগামী দগ্ধ বিমান থেকে উদ্ধার ২৮, মৃত ৩৯, শোক প্রকাশ পুতিনের)
( Suryadev Nakshatra Gochar: সূর্য যাচ্ছেন শুক্রের নক্ষত্রে! হাতে গোনা ক'দিন পরই গোচর, সৌভাগ্য তুঙ্গে থাকꦐবে বহু রাশির)
সিংহ
চন্দ্রের রাশি পরিবর্তন আপনাদের জন্য সুখবর নিয়ে আসবে। যাঁরা চাকরি করছেন তা🌄ঁদের আসবে প্রমোশন। ব্যবসায় বহু দিনের কোনও সমস্যা থাকলে, তা এবার শেষের দিকে যাবে। প্রমোশন বা বেতন বৃদ্ধি নিয়ে সুখবর শুনতে পেতে পারেন। সংসারে সুখ আসবে। পরিবারের সকলের সঙ্গে সুখে সময় কাটবে। জীবনসঙ্গীর সঙ্গে ভালো সময় কাটবে। চাকরির নতুন সুযোগ পাবেন। কোনও ধার্মিকস্থানে বেড়াতে য꧟েতে পারেন। আপনার আত্মবিশ্বাস বাড়বে এই সময়।