Mahashivratri 2025: সমস্ত বিশ্বের অধিষ্ঠাতা দেবতা তিনꦜি। সমস্ত দেবতাদের আদিতে তাঁর অবস্থান। তাই তিনি দেবাদিদেব মহাদেব। আগামীকাল মহা শিবরাত্রি। এই পুণ্যলগ্নে পরিচিত মানুষজন ও আত্মীয়দের জন্যও থাক প্রার্থনা। ভগবান শিবের কাছে সকলের নামে মনের গভীর থেকে উঠে আসুক স্তুতি। শিবরাত্রির পুণ্যলগ্নে আত্মীয়-পরিজনদের দিনটির শুভকামনা জানান। এই 𝐆প্রতিবেদনে রইল বেশ কিছু শুভেচ্ছাবার্তা। শুভেচ্ছা জানানোর সময় কী লিখবেন দেখে নিতে পারেন এখান থেকেই।
আরও পড়ুন - মহাশিবরাত্রি 🌌২০২৫-র তিথি কবে পড়ছে? পুজো কোন সময় করা শুভ? রইল শাস্ত্রমত
মহাশিবরাত্রির সেরা ১০ শুভেচ্ছাবার্তা (Mahashivratri 2025 Wishes)
১. দেবাদিদেব মহাদেব সকলের মনস্কামনা পূর্ণ করুক। তোমার পর♍িবার যেন সুখ ও সমৃদ্ধিতে প♔ূর্ণ হয়ে ওঠে। শুভ মহাশিবরাত্রি।
২. মহাদেবের অপার মহিমা আমাদের জীবনে। তিনিই ঘটন-অঘটনের কেন্দ্রে থাকা সেই আরাধ💮্য দেবতা। আপনার জীবন যেন তাঁর আশীর্বাদে মঙ্গলময় হয়ে ওঠে। শিবরাত্রির পুণ্য লগ্নে🦋 এই প্রার্থনা করি। শুভ মহাশিবরাত্রি।
৩. মহাশিবরাত্রির পুণ্য তিথিতে সকলের উপর শিবের কৃপা বর্ষিত হোক। সকলের জীবনে তি𝓡নিই ভাঙন-গড়নের দেবতা। দেবতার𒈔 কাছে নিবেদন, আপনাদের সকলকে যেন তিনি সুখী করেন। শুভ মহাশিবরাত্রি।
৪. সুখ ও স্বস্তিতে ভরে উঠুক জীবন। মহাশিবরাত্রির পুণᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚ্যলগ্নে এটღুকুই শুধু প্রার্থনা। আপনাকে ও আপনার পরিবারের উপর বর্ষিত হোক শিবের আশীর্বাদ। শুভ মহাশিবরাত্রি।
৫. দেবাদিদেব মহাদেব ত্যাগ ও কষ্টের প্রতীক। আমাদের জীবনেও যেন তাঁর এই দুই মহৎ গুণ প্রতিফলিত হয়। ত্যাগ ও কষ্টের মধ্যে দিয়ে জীবনের মোক্ষলাভ হোক সকলের। এই প্রার্থনা ﷽করি মহাশিবরাত্রির পুণ্যক্ষণে। শুভ মহাশিবরাত্রি।
৬. মহাদেবের অমৃতজ্যোতিতে আলোকিত হয়ে উঠুক সকলের জীবন। মহাশিবরাত্রির দিন এটুকুই প্রার্থনা। দেবাদিদেব মহাদেব যেন সব অমঙ্গলের হাত থেকে আপনাদের রক্ষা করﷺেন। শুভ মহাশিবরাত্রি।
আরও পড়ুন - দিনে ৩ বার শিবলিঙ্গর রঙ বদলায়, বিয়ের জন্য করা মানত কখনও য🔯ায়না ব্যর্💦থ এই মন্দিরে
৭. শিবের মাথায়🍌 ꦍজল ঢালার সময় এটুকুই প্রার্থনা করি, যেন তিনি আপনাকে ও আপনার পুরো পরিবারকে আনন্দে, সুখে ভরিয়ে রাখে। শুভ মহাশিবরাত্রি।
৮.𓃲 মহাদেব দেবাদিদেব সমস্ত জগতের কাছে বিষ নিজের শরীরে ধারণ করে পৃথিবীকে রক্ষা করেছেন। পরিবারকে সুখী রাখতে এমনই কষ্ট সহ্য করার ক্ষমতা যেন জন্মায় আমাদের ভিতরে। শুভ মহাশিবরাত্রি।
৯. শিবরাত্রির পুণ্যলগ্নে সুখী হোক সমস্ত নারীর জীবন। পূর্ণ হোক তাদের মনস্কামনা। শুভ মহাশিবরജাত্রি।
১০. শিব෴রাত্রির দি▨ন তোমার সব মনের ইচ্ছে পূরণ হোক, এটাই কামনা করি। শুভ মহাশিবরাত্রি।