♐ ২০২৫ সালের রামনবমী তিথি নিয়ে অনেকেরই কৌতূহল রয়েছে। দেখা যাক, চলতি বছরে কবে পড়েছে রামনবমী উৎসব? হিন্দুশাস্ত্র মতে, তিথি অনুসারে চৈত্র মাসের শুক্লপক্ষে পালিত হয় রামনবমী উৎসব। মনে করা হয়, এমন দিনে শ্রীরামের জন্ম হয়েছিল অযোধ্যায়। প্রসঙ্গত, শ্রীবিষ্ণুর সপ্তম অবতার হিসাবে শ্রীরামচন্দ্রকে পুজো করা হয়। তাঁর জন্মতিথি উপলক্ষ্যে অযোধ্যা সহ দেশের নানান প্রান্তে পালিত হয় রামনবমী উৎসব। চলতি বছরে রামনবমী উৎসব পালিত হবে, দেখে নেওয়া যাক।
২০২৫ রামনবমী কবে?
🐻রামনবমী তিথি ২০২৫ সালে ৬ এপ্রিল পালিত হবে। তবে রামনবমীর তিথি পড়ে যাচ্ছে ৫ এপ্রিল থেকেই। এদিকে, শুরু হচ্ছে নবরাত্রি উৎসব। তার মাঝে রামনবমী উৎসব পালিত হতে চলেছে ৬ এপ্রিল ২০২৫-এ। রামনবমী উৎসবের তিথি ৫ এপ্রিল সন্ধ্যা ৭ টা ২৬ মিনিট থেকে শুরু হবে। এরমধ্যে মধ্যাহ্ন মুহূর্ত হল পুজোর সবচেয়ে শুভ সময়। দেখা যাক, কখন থেকে রামনবমীর পুজোর সবচেয়ে শুভ সময় শুরু হচ্ছে। কী কী শুভ যোগ এবারের রামনবমীতে রয়েছে তা দেখা যাক।
রামনবমীর পুজোর শুভ মুহূর্ত:-
♋২০২৫ সালে রামনবমীর পুজোর জন্য সবচেয়ে শুভ মুহূর্ত হল, মধ্যাহ্ন মুহূর্ত। এই মুহূর্ত শুরু হবে, বেলা ১১ টা ০৮ মিনিট থেকে। আর তিথি শেষ হবে ১ টা ৩৯ মিনিটে। এই সময়ের মধ্যে পুজো শুভ। এই সময়কাল চলবে ২ ঘণ্টা ৩১ মিনিট।
রামনবমীতে শুভ যোগ কী কী?
🐎২০২৫ সালের রামনবমীতে শুভ যোগ রয়েছে ৩ টি। একটি হল রবিপুষ্য যোগ। একটি হল রবি যোগ, আর অপরটি হল সর্বার্থ সিদ্ধি যোগ। এদিকে, ৬ এপ্রিল ২০২৫ সালের তিথিতে মনে করা হয় অভূজ মুহূর্ত। এই সময় কোনও শুভ কাজ শুরু করা ভালো বলে বিশ্বাস করা হয়।
রামনবমী ঘিরে বিধি:-
🧜ধর্মীয় মতে মনে করা হয়, রামনবমীর দিনটিতে উপবাস করলে তা শুভ ফল দিয়ে থাকে। এই দিনে শ্রীরামচন্দ্রের পুজোয় গঙ্গাজল, ফুল, পঞ্চামৃত দিয়ে পুজো করা হয়।
𒈔( এই প্রতিবেদনের তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা।)