🍌 দাদাকে ছাড়া 'দাদাগিরি', এতো ভাবাই যায় না। শোনা যাচ্ছে, এবার সৌরভকে ছাড়াই নাকি হতে চলেছে 'দাদাগিরি'র অনুষ্ঠান। টলিপাড়ায় কান পাতলে শোনা যাচ্ছে এমনই খবর।
💮হ্য়াঁ, ঠিকই শুনছেন। সূত্রের খবর, সৌরভ গঙ্গোপাধ্যায় নাকি 'দাদাগিরি' অনুষ্ঠানের জন্য চ্যানেল কর্তৃপক্ষের সঙ্গে চুক্তি নবীকরণ করেননি। তবে কি এবার দাদার দাদাগিরি বন্ধ হয়ে যাচ্ছে? আজ্ঞে নাহ। শোনা যাচ্ছে, অন্য খবর। দাদার দাদাগিরি বন্ধ হচ্ছে না। তবে এবার তিনি হাজির হবেন নতুন মোড়কে। বদলে যাচ্ছে প্ল্যার্টফর্ম। প্রতিপক্ষ চ্যানেলের সঙ্গে সৌরভ চুক্তিবদ্ধ হচ্ছেন বলে শোনা যাচ্ছে। যদিও এবিষয়ে ক্রিকেটার-সঞ্চালক নিজে কোনও বিবৃতি দেননি।
🀅সূত্রের খবর 'বিগ বস' বাংলার সঞ্চালনা করবেন সৌরভ গঙ্গোপাধ্যায়। পুজোর পর থেকেই নাকি শুরু হবে শ্যুটিং। তবে সংশ্লিষ্ট চ্যানেলে সৌরভ নাকি একটি নয়, দুটি অনুষ্ঠান করবেন।
ꦯ'দাদাগিরি আনলিমিটেড' যেটি কিনা দাদাগিরি নামেই পরিচিত। টেলিভিশনের পর্দায় এটা বাংলা ভাষার একটি কুইজ অনুষ্ঠান, যা ২০০৯ সাল থেকে জি বাংলায় সম্প্রচারিত হচ্ছে। ভীষণ জনপ্রিয় এই শোয়ের প্রথম ২টি সিজন উপস্থাপনা করেছিলেন জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক এবং ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ডের প্রাক্তন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। তবে মাঝে তৃতীয় সিজন উপস্থাপনা করেছিলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। তবে ফের চতুর্থ সিজন থেকে এখনও পর্যন্ত প্রত্যেকটা সিজন উপস্থাপনা করে আসছেন সৌরভ গঙ্গোপাধ্যায়।
⛎এখনও পর্যন্ত এই শোয়ের ১০টি সিজন সম্প্রচারিত হয়েছে। প্রতিটি শো-ই বেশ জনপ্রিয়। টিআরপি তালিকাতেও প্রথম সারিতেই থাকে এই শো। এই শোয়ের প্রত্যেক সিজনেই সাধারণ লোকজন থেকে শুরু করে সেলেবরাও হাজির হন প্রতিযোগী হয়ে।