এবার এমএস ধোনিকে নিয়ে বিতর্কের ঝড় বয়ে চলেছে। আইপিএলে তাঁর কি আদৌ খেলা উচিত! এই নিয়ে চলছে কাটাছেঁড়া। বিগত কয়েক মরশুম ধরেই ধোনির ব্যাটিং অর্ডার নিয়ে প্রশ্ন উঠেছে। আসলে, তিনি ক্রমশ একেবারে শেষের দিকে ব্যাট করতে নামছেন। দলের প্রয়োজনের উপরের অর্ডারের ব্যাটিং করছেন না। সিএসকে তাড়াতাড়ি উইকেট হারালেও, বেশির ভাগ সময়েই শেষ ওভারে ক্রিজে আসেন ধোনি। আরসিবির বিরুদ্ধে ম্যাচেও সেরকমই ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে।
শুক্রবার চিপকে নিজেদের ঘরের মাঠে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে ৫০ রানে হেরে যায় চেন♌্নাই সুপার কিংস। সেই ম্যাচে ন'নম্বরে নেমে ধোনি ১৬ বলে ৩০ রান করেন। কিন্তু ধোনি যে সময় ব্যাট করতে নেমেছিলেন, সেই সময় ম্যাচ হাত থেকে বেরিয়ে গিয়েছিল চেন্নাইয়ের। এই বিষয়টি হজম করতে পারেননি ক্রিকেট ভক্তরা। যে কারণে ধোনির মানসিকতা নিয়েও প্রশ্ন উঠে গিয়েছে। প্রাক্তন ভারতীয় ওপেনার বীরেন🐼্দ্র সেহওয়াগ সহ অনেক প্রাক্তন ক্রিকেটারও এই নিয়ে প্রশ্ন তুলেছেন।
আরও পড়ুন: দ্রাবিড়ের পথে হেঁটে সহকর্মীদের চেয়ে বেশি বোনাস নিতে অস্বীকার করবেন☂ গৌতি? প্রশ্ন গাভাসকরের
এমএস ধোনিকে খোঁচা সেহওয়াগের
আরসিবি-র বিরুদ্ধে ১৯৭ রানের লক্ষ্য তাড়া করার সময়, এমএস ধোনি ৯ নম্বরে ব্যাট করতে নেমেছিলেন। আশ্চর্যের বিষয় হল যে রবিচন্দ্রন অশ্বিনকেও তাঁর আগে ব্যাট করতে পাঠানো হয়েছিল। সেই সময়ে জয়ের জন্য দলের প্রয়োজনীয় রান রেট ছিল ১৫-এর কাছাকাছি এবং দলকে দ্রুত গতিতে রান কর🌃তে হত। তবু ধোনি আগে নামেননি। এর পরেই সোশ্যাল মিডিয়ায় ক্ষোভে ফেটে পড়েন ভক্🎶তরা। সকলের স্পষ্ট দাবি, আগে ব্যাট করতে নামুন ধোনি। এমন পরিস্থিতিতে, ক্রিকবাজে একটি শো-তে ধোনির ব্যাটিং অর্ডার নিয়ে প্রশ্ন করা হয়েছিল সেহওয়াগকে, যার উত্তর ব্যঙ্গাত্মক ভাবে দিয়েছেন তিনি।
ধোনির ব্যাটিং অর্ডার নিয়ে সেহওয়াগ বলেছেন, ‘ধোনি তাড়াতাড়ি ব্যাট করতে নেমেছিলেন.. তিনি যখন নেমেছিলেন, তখন 16 ওভার। সাধারণত তিনি ১৯তম বা ২০তম ওভারে ব্যাট করতে নামেন। এবার তিনি বরং তাড়াতাড়ি ব্যাট করতে নেমে গিয়েছিলেন। হয় তিনি তাড়াতাড়ি ব্যাট করতে নেমেছিলেন, নয়তো দলের ব্যাটসম্♚যানরা তাড়াতাড়ি উইকেট হারিয়েছেন।’ বীরুর এই ব্যাঙ্গাত্মক মন্তব্য এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
ইরফান পাঠানও অসন্তুষ্ট
বীরেন্দ্র সেওয়াগ ছাড়াও প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ইরফান পাঠানও ধোনির এই সিদ্ধান্তে অসন্তুষ্ট। ইরফান পাঠান তাঁর অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে লিখেছেন, ‘আমি কখনও-ই ধোনির ৯ নম্ব🀅রে ব্যাট করার পক্ষে নই। এটা দলের জন্য ভালো নয়।’
প্রসঙ্গত, এই ম্যাচে ৯ নম্বরে ব্যাট করতে নেমে ধোনি ১৮৭.৫০ স্ট্রাইক রেটে ১৬ বলে অপরাজিত ৩০ রান করেন, যার মধ্যে ৩টি চার এবং ২টি ছক্কা রয়েছে। এমন পরিস্থিতিত♏ে ধোনি ব্যাটিং অর্ডারে উপরের দিকে এলে, ফল অন্য রকম হতেও পারত।