🌃 বৈদিক জ্যোতিষশাস্ত্রমতে নিশ্চিত সময় পর পর রাশি পরিবর্তন করে বহু গ্রহ। এদিকে, নবগ্রহের মধ্য়ে রাহু এমনই এক গ্রহ যা ১৮ মাস থাকে একটি রাশিতে। ফলে একটি রাশিতে চক্র পূর্ণ করতে ১৮ বছর সময় লাগতে পারে। উল্লেখ্য, বর্তমানে রাহু মীন রাশিতে রয়েছেন। বুধ ২৭ ফেব্রুয়ারিতে, সূর্য ১৪ মার্চ মীন রাশিতে প্রবেশ করবেন। তারফলে তিন গ্রহ, সূর্য, বুধ, রাহু একত্রে ত্রিগ্রহী যোগ তৈরি করবে মীনে। তারফলে বহু রাশির জাতক জাতিকার ভাগ্যে আসতে পারে উন্নতির ছোঁয়া।
সিংহ
🦩 সিংহ রাশির জাতক জাতিকাদের মধ্যে ত্রিগ্রহী যোগ প্রভাব ফেলতে পারে। সিংহ রাশির অষ্টমভাবে এই যোগ তৈরি হবে। আপনার কাজের প্রশংসা চলবে। চাকরি ও ব্যবসার ক্ষেত্রে বিশেষ লাভ হত পারে। ব্যবসায়ে কোনও বড় অর্ডার পেতে পারেন। এই সময় আপনার ভালো মুনাফা হতে পারে। সমাজে মান সম্মান বৃদ্ধি হতে পারে। স্বাস্থ্য আগের থেকে ভালো থাকবে।
(🐈 Punjab Non Existent Department: কোনও দফতরই নেই, অথচ ২০ মাস ধরে আছেন মন্ত্রী! পঞ্জাবের আপের কাণ্ডে খোঁচা বিজেপির)
মীন
ℱ আপনার রাশির লগ্নভাবে ত্রিগ্রহী যোগ শুরু হবে। এরফলে জাতক জাতিকাদের খুবই লাভ আসতে পারে। কোনও এক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতায় আপনার দ্রুত সাফল্য আসবে। আপনার সিদ্ধান্ত নিয়ে লোকজন প্রভাবিত হবেন। শিক্ষার ক্ষেত্রেও যাঁরা জড়িত তাঁরা বেশ কিছুটা লাভ পেতে পারেন। আপনার পরিশ্রমের ফলে বহু ধরনের লাভ আসবে। জীবনে আসবে সুখ শান্তি। পরিবারে ভালো সময় কাটবে। জীবনে সুখ শান্তি আসবে।
( 🌊Punjab Non Existent Department: কোনও দফতরই নেই, অথচ ২০ মাস ধরে আছেন মন্ত্রী! পঞ্জাবের আপের কাণ্ডে খোঁচা বিজেপির)
( 𝐆Trump and Desk:ডেস্কের কাছে নাক খুঁটেছে মাস্কের ছেলে, শতাধিক বছরের পুরনো ডেস্কই সরিয়ে দিলেন ট্রাম্প! বললেন ‘ সাময়িক বদল’)
(♈ Broken Seat: বিমানের ভাঙা সিটে বসতে হল কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজকে! ‘এটা প্রতারণা নয়?’ Air Indiaকে নিয়ে ফেটে পড়লেন ক্ষোভে)
মিথুন
ဣ এই রাশির সব ক্ষেত্রে অপার সাফল্য আসবে। এই রাশির দশমভাবে এই যোগের নির্মাণ হবে। নিজের ব্যক্তিত্ব নিয়ে জাতক জাতিকাদের সচেতন হতে হবে। কাজের সূত্রে কোথাও যেতে পারেন। চাকরির নতুন সুযোগ আসছে। ব্যবসার ক্ষেত্রে লাভ আসতে পারে। আয়ের দিক থেকে তুমুল বৃদ্ধি হতে পারে।