‘তুম্বাদ’ মুক্তি পেয়েছিল ২০১৮ সালে। সেই সময় এই সিনেমাটি বক্স অফিসে দুর্দান্ত ব্যবসা করেছিল। অসাধারণ গল্প, কাস্টিং সব মিলিয়ে সিনেমা🐷টি ছিল একটি মাস্টারপিস। সিনেমার পরিচালক রাহি অনিল বারভে প্রথম পর্ব পরিচালনা করলেও দ্বিতীয় পর্ব পরিচালনার দায়িত্ব তিনি দিয়ে দেন সোহম শাহ এবং আদেশ প্রসাদকে। এবার এই পরিচালকের সঙ্গেই শ্রদ্ধা কাপুরের কাজ করার কথা এসেছে প্রকাশ্যে।
আজ হঠাৎ ২ এপ্রিল চলচ্চিত্র সমালোচক তথা টেলিভিশন রেডিও উপস্থাপক সিদ্ধার্থ কান্নার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে রাহি অনিল বারভের সঙ্গে শ্রদ্ধার কাজ করার কথা জানিয়েছেন সকলকে। তিনি টুইট করে লিখেছেন, ‘স্ত্রী টু সাফল্যের পর শ্রদ্ধা কাপ🍃ুর তুম্বাদ পরিচালক রাহি অনিল বারভের সঙ্গে কাজ করবেন।ཧ’
আরও পড়ুন: অজয়ের জন্মদিন শুভেচ্ছা বার্তা র🌺ুদ্রনীলের, বললেন, ‘কম কথা বললেও উনি...’
আরও পড়ুন: অ𝄹জয়কে জন্মদিনের শুভেচ্ছা কাজলের, ক্যাপশন দেখে হেসে খুন ভক্তরা!
সিদ্ধার্থ টুইট করে আরও লিখেছেন, ‘সিনেমাটি প্রযোজনা করবেন একতা কাপুর। ২০২৫ সালের শেষের দিকে সিনেমার শ্যুটিং শুরু হওয়ার কথা। স্ত্রী ৩ শুরু হওয়ার আগে মোহিত সুরির সঙ্গে একটি রোমান্টিক সিনেমায় অভিনয় করবেন এবং আদিত্য রায় কাপুরের সℱঙ্গে একটি সিনেমায় জুটি বাঁধবেন শ্রদ্ধা।’
মিশ্র প্রতিক্রিয়া নেটিজেনদের
শ্রদ্ধার নতুন প্রজেক্ট এর কথা শুনে খুব স্বাভাবিকভাবেই অভিনেত্রীর ভক্তরা ভীষণভাবে খুশি হয়েছেন। একজন লিখেছেন, ‘পরিচালক যদি ভালো হয় তাহলে অভিনেতা-অভিনেত্রীও তার সেরা কাজ দিতে পারে।’ অন্য একজন লিখেছেন,' দারুন খবর।' তৃতীয় একজꦇন লিখেছেন, ‘নতুন কাজের জন্য শুভেচ্ছা।’
তবে শ্রদ্ধার অভিনয় নিয়েও প্রশ্ন তুলতে দেখা যায় অনেককে। একজন যেমন লিখেছেন, ‘আপনার অভিনয় নিয়ে এখনও প্রশ্ন রয়েছে।’ অন্য একজন লিখেছেন, ‘আশা করি ওভার অ্যাকটিং করে সিনেমাটিই নষ্ট করবেন না।’ তৃতীয🔥় একজন লিখেছেন, শ্রদ্ধাকে বেছে নেওয়া সঠিক হল কিনা তা পরে বোঝা যাবে।
আরও পড়ুন: ২৫ বছর পর বড় পর্দায় সলমন-সঞ্জয় জুটি, ছবির নাম এল প্রকা💫শ্যে, কবে শুরু শ্যুটিং?
আরও পড়ুন: মানুষ বা ভূত না, এবার শত্রু সাপ! করণের সঙ্গে ফের কোন ছবিতে জু⭕টি বাঁধলেন কার্তিক?
প্রসঙ্গত, ২০২৫ সালে এখনও পর্যন্ত শ্রদ্ধার কোনও সিনেমা মুক্তি না পেলেও ব্যক্তিগত জীবন নিয়ে তিনি কিন্তু বেশ ভালই চর্চায় রয়েছেন। রাহুল মোদির সঙ্গে শ্রদ্ধার সম্পর্কের গুজব ছড়িয়েছে সর্ব🌄ত্র। অন্যদিকে শ্রদ্ধার নতুন প্রকল্পের কথা শুনে অনেকেই মনে করেছিলেন যে হয়তো তিনি রণবীর কাপুরের বিপরীতে ‘ধুম ৪’ অথবা হরিক রোশনের বিপরীতে ‘কৃষ ৪’ সিনেমায় অভিনয় করতে চলেছেন। তবে সিদ্ধার্থের তরফ থেকে পোস্ট করা হলেও এখনও শ্রদ্ধা এই বিষয🐎়ে মুখ খোলেননি।