ꦫ বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে চলতি বছরের এপ্রিলেই বহু রাশির ভাগ্যে তুমুল চমক আসতে চলেছে। কারণ, সেনাপতি মঙ্গল আর গ্রহদের রাজা সূর্য করতে চলেছেন তার অবস্থানে বদল। তার জেরে একাধিক রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে চলেছেন। এমনই ভবিষদ্বাণী রয়েছে জ্যোতিষমতের। সূর্যদেব এবার নিজের মেষ রাশিতে প্রবেশ করতে চলেছেন, আর মঙ্গলদেব কর্কট রাশিতে প্রবেশ করতে চলেছেন। তাতে লাভের মুখ দেখতে চলেছেন বহু রাশির জাতক জাতিকারা। লাকি কারা? দেখে নিন।
মেষ
🅘সূর্য, মঙ্গলের গোচরে লাভের মুখ দেখতে চলেছেন, মেষ রাশির জাতক জাতিকারা। বহু পার্থিব জিনিসের সুখ স্বাচ্ছন্দ্য পেতে পারেন এই সময়। আপনার সাহস আর পরামক্রম বৃদ্ধি হতে পারে এই সময়। আর্থিক পরিস্থিতি আগের থেকে ভালোর দিকে যেতে পারে। সমাজে মান সম্মান আরও বাড়তে থাকবে। সম্পর্কে আসবে আরও জোর। এই সময় গাড়ি, বাড়ি কিছু একটা কিনতে পারেন। পারিবারিত শান্তি তৈরি হবে।
মীন
♛হঠাৎ করে এই সময় আকস্মিক ধন সম্পত্তি বাড়তে থাকবে। কোনও ব্যবসায়িক কিছু যদি শুরু করতে চান, তাহলে তার জন্য সেরা সময় এইটি। সন্তানের সঙ্গে সম্পর্কিত কোনও ভালো খবর এই সময় পেতে পারেন। আপনার কথায় এই সময় অনেকেই ইমপ্রেস হবেন। কোনও বিনিয়োগ বা সম্পত্তিতে লগ্নি সংক্রান্ত কিছু বিষয়ে এই সময় সিদ্ধান্ত নিলে, তা সুফল দিলেও দিতে পারে।
তুলা
🦂সূর্য আর মঙ্গল গ্রহের রাশি পরিবর্তন আপনাদের জন্য খুবই লাভদায়ী। এই সময় আপনার কাজের দিক থেকে বিপুল উন্নতির যোগ দেখা যেতে পারে। সমাজে এই সময় মান সম্মান প্রতিষ্ঠিত হতে পারে। ব্যবসায়ীরা যদি এই সময় কোনও ব্যবসায়িক ডিল করতে চান, তাহলে পেতে পারেন ভালো লাভ। যাঁরা চাকরির খোঁজ করছেন, তাঁরা পেতে পারেন লাভ। যে দম্পতিদের মধ্যে গত কয়েক দিন ধরে ঝামেলা ঝঞ্ঝাট চলছে, তাঁরা সুখের মুখ দেখতে পারেন এবার। সিঙ্গলরা এবার পেতে পারেন জীবনসঙ্গী।
কবে রয়েছে এই অবস্থান পরিবর্তন?
🐭জ্যোতিষমতে বলা হচ্ছে, এপ্রিল মাসে রয়েছে এই দুই গ্রহের অবস্থানের পরিবর্তন। তারফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভ পেতে পারেন।
ౠ(এই প্রতিবেদনের তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। )