বায়ুসেনার পর পর বিমানে একই দিনে দুটি দুর্ঘটনার খবর উঠে আসে শুক্রবার। বিকেলের দিকে হরিয়ানার পঞ্চকুলায় যুদ্ধবিমান জাগুয়ার ভেঙে পড়ার পর, সন্ধ্যা নামতেই দুর্ঘটনার খবর মেলে পশ্চিমবঙ্গের বাগডোগরা থেকে। সেখানে বায়ু সেনার ♏পরিবাহন সংক্রান্ত বিমান এএন৩২ ক্র🐻্যাশ ল্যান্ডিং-র শিকার হয়েছে বলে খবর।
আ পাতত য♉া খবর মিলেছে, জানা গিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত বিমানে ৪ জন ক্রিউ নিরাপদে রয়েছেন। বিমানে কোনও যাত্রী ছিলেন না বলে খবর। উল্লেখ্য বায়ুসেনার এই বিমান AN-32 পরিবহন সংক্রান্ত বিমান অবতরণের সময় বিপত্তির শিকার হয়। শুক্রবার শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দরে এই ঘটনা ঘটে যায়। এর আগে, এদিন হরিয়ানার পঞ্চকুলায় এক বায়ুসেনার বি෴মান জাগুয়ার দুর্ঘটনার শিকার হয়। রোজের নিয়ম মেনে বিমান রুটিন প্রশিক্ষণে রওনা হয়। তবে কিছুটা দূর যেতেই বিমানে প্রযুক্তিগত সমস্যা আঁচ করেন বায়ুসেনার পাইলট। মুহূর্তে তিনি বিমানকে লোকালয়ের ওপর থেকে অন্যত্র নিয়ে যান। সেখানেই ভেঙে পড়ে বিমান। তবে এই ঘটনাতেও পাইলট নিরাপদে বের হতে পেরেছিলেন। তবে পরে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয় সেনার তরফে। জানা গিয়েছে, হরিয়ানায় ঘটে যাওয়া ওই দুর্ঘটনাগ্রস্ত বিমানটি হরিয়ানার আম্বালা এয়ারবেস থেকে রওনা হয়। এই আম্বালাতে জাগুয়ারের একটি বড় স্কোয়াড্রন রয়েছেন। বায়ুসেনার পোক্ত বিমান ঘাঁটি হিসাবে আম্বালার গুরুত্ব রয়েছে।
এদিকে, হরিয়ানার বিমান দুর্ঘটনা কাণ্ডে তদন্তের নির্দেশ দেওয়া হ𓆏য়েছে। গোটা ঘটনা ঘিরে তদন্তে নেমেছে সেনা। তবে বাগডোগরার ঘটনায় আসলে কী ঘটেছে, তা জানা যায়নি এখনও। কীভাবে ওই বিমান ক্র্যাশ ল্যান্ডিংর শিকার হয়েছে, তা নিয়ে রয়েছে প্রশ্ন। তবে বিমানের ভিতরে থাকা ৪ জন ক্রিউ সদস্য নিরাপদে রয়েছেন বলে শেষ পাওয়া খবরে জানা গিয়েছে।
(বিস্তারিত আসছে)