আজ লোকসভায় ওয়াকফ সংশোধনী বিল উপস্থাপিত হবে। এই নিয়ে বিরোধীরা একজোট হয়েছে সরকারের বিরুদ্ধে। বিরোধিতায় সুর চড়িয়েছে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডও। তবে এরই মাঝে দিল্লি, ভোপালের মতো জায়গায় পথে নেমে এই বিলকে সমর্থন করছেন মুসলিম মহিলারা। উল্লেখ্য, এই ওয়াকফ সংশোধনী বিলটি প্রথমে জেপিসিতে পাঠানো হয়েছিল। যৌথ সংসদীয় কমিটিতে দীর্ঘদিন ধরে আলোচনা হয় এটি নিয়ে। এরপর এখন ফের এটি সংসদে উপস্থাপিত হবে। এদিকে এই বিল নিয়ে সংসদ কোনও সিদ্ধান্ত নেওয়ার আগেই মধ্যপ্রদেশের রাজধানী ভোপালে মুসলিম মহিলারা ওয়াকফ বিলের সমর্থনে রাস্তায় নেমে পড়েছেন। হাতে ফুল, প্ল্যাকার্ড হাতে মোদী জিন্দাবাদের স্লোগান দিতে দেখা গেল ওই মহিলাদের। এদিকে দিল্লিতেও একই দৃশ্য দেখা গিয়েছে। (আরও পড়ুন: 🃏নিয়ন্ত্রণরেখা পেরিয়ে সেনা চৌকিতে গুলি পাক জওয়ানদের, ভারতের পালটা জবাবে নিহত ২)
আরও পড়ুন: ဣভারতে ওয়াকফের অধীনে কতটুকু জমি আছে? সেই সব সম্পত্তির দাম কত?
আরও পড়ুন: ⛦'গাধা সবসময় গাধাই থাকে', জিবলি আর্টে ট্রোল ইউনুস, মিমের ছড়াছড়ি সোশ্যাল মিডিয়ায়
এদিকে শাসক দল বলছে, মুসলিমদের স্বার্থেই এই ওয়াকফ সংশোধনী বিল আনা হচ্ছে। এই বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং বলেন, এই বিল সাংবিধানিক এবং মুসলিমদের স্বার্থে। যারা এর বিরোধিতা করছে তারা মুসলিম বিদ্বেষী। আরজেডি সাংসদ মনোজ কুমার ঝা আবার বলেন, সমস্ত সাংবিধানিক ভিত্তি লঙ্ঘিত হচ্ছে এই বিলে। আমরা (বিরোধীরা) কৃষক আন্দোলনের সময়ও বলেছিলাম যে তাড়াহুড়ো করা উচিত নয়। কিন্তু ওরা (কেন্দ্রীয় সরকার) তড়িঘড়ি করেছিল। তারপর কী হল? (তিনটি কৃষি আইন) বাতিল করতে হয়েছিল। এখানেও যেন একই ঘটনা না ঘটে। (আরও পড়ুন: ꦕওয়াকফ বিল পাশ করাতে সংসদে লাগবে কত ভোট? লোকসভা, রাজ্যসভায় নম্বর আছে BJP-র কাছে?)
আরও পড়ুন: ♒দাসপুরে 'জিহাদিদের হাতে আক্রান্ত' সন্ন্যাসী, হাসপাতালে গিয়ে দেখে এলেন শুভেন্দু
আরও পড়ুন: 🐷‘যেই দেশ সৃষ্টিতে…’, উত্তরপূর্ব ভারত নিয়ে ইউনুসের উস্কানিতে মুখ খুলল কংগ্রেস
🉐এদিকে ওয়াকফ সংশোধনী বিল নিয়ে যৌথ সংসদীয় কমিটির চেয়ারম্যান তথা বিজেপি সাংসদ জগদম্বিকা পাল বুধবার বলেছেন, সংসদে পাশ করানোর জন্য যে বিল আনা হবে তাতে গরিব ও পিছিয়ে পড়া মুসলিমরা উপকৃত হবেন। দিনটিকে 'ঐতিহাসিক দিন' আখ্যা দিয়ে জগদম্বিকা পাল বলেন, যৌথ সংসদীয় কমিটির কঠোর পরিশ্রম ফলপ্রসূ হয়েছে, যা বেশ কয়েকটি রাজ্যের অংশীদারদের মনে আস্থা জুগিয়েছে এই বিল নিয়ে। তিনি আরও বলেছিলেন যে এই ইস্যুতে একাধিক জেপিসি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল এবং প্রতিদিন আট ঘন্টা ধরে বিরোধীদের কথা শোনা হয়েছিল এই নিয়ে।