আগামী ২৯ এপ্রিল দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন হতে চলেছে। ফলে স্বাভাবিকভাবেই দিঘায় বাড়তে চলেছে পর্যটকদের ভিড়। এই অবস্থায় সৈকতের নিরাপত্তা ব্যবস্থা থেকে শুরু করে হোটেল ভাড়া, টোটো ভাড়া, আলোর ব্যবস্থা, ট্রাফিক ব্যবস্থা সহ সমস্ত কিছু ঢেলে সাজাতে চায়ছে প্রশাসন। এই উপলক্ষে সৈকত নগরীকে একাধিক জোনে ভাগ করার উদ্যোগ নিয়েছে দিঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ। (আরও পড়ুন: ‘মোটা’ রোহিত শর্মাকে ‘বিমার’ কংগ্রেস নেত্রীর, ফ্রি হিটে ছক্💖কা হাঁকাতে চাইছে BJP)
আরও পড়ুন: দিঘার জগন্নাথ মন্দির﷽ পরিদর্শন করলেন পুর෴ীর মহারাজ, ঝড়ের গতিতে উদ্বোধনের কাজ চলছে
সূত্রের খবর, পর্যটকদের নিরাপত্তা এবং বিভিন্ন বিষয়ে নজরদারি বাড়ানোর জন্য দিঘাকে ১০টি জোনে ভাগ করার সিদ্ধান্ত হয়েছে। প্রতিটি জোনের দায়িত্বে থাকবেন পর্ষদের কর্মীরা। সেক্ষেত্রে কোনও পর্যটক বা ব্যবসায়ী সমস্যা পড়লে সংশ্লিষ্ট জোনে অভিযোগ জানাতে পারবেন। তার ভিত্তিতে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেবে পর্ষদ। সাধারণ সময়ে দিঘায় গড়ে দৈনিক তিন থেকে চার হাজার পর্যটকদের ভিড় হয়। তবে বিশেষ দিনে সেই ভিড় প্রচুর বেড়ে যায়। তবে দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনের পর পর্যটকদের ভিড় আরও বাড়বে বলে আশা করছে উন্নয়ন পর্ষদ। এই সুযোগে হোটেল মালিক বা টোটো চালকরা কোনওভাবেই ভাড়া বাড়াতে না পারে সে বিষয়ে নজর রাখবে পর্ষদ। (আরও পড়ুন: সরকারি কর্মীদের জন্๊য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট, ডিএ নিয়ে 'ধরা পড়ল' প্যাটার্ন)
আরও পড়ুন: বাংলাদেশে এবার কোটা বিরোধীরাই কোটার সুবিধা 🔯ভোগ করবেন!&nbs﷽p;
অভিযোগ ওঠে, পর্যটকদের ভিড় বেশি হলেই তার সঙ্গে পাল্লা দিয়ে হোটেল এবং টোটোর ভাড়া বাড়ানো হয়। সেক্ষেত্রে সাধারণ সময় হোটেল ভাড়া ৪০০ টাকা হলেও বিশেষ সময় তা বাড়িয়ে দ্বিগুণ বা তারও বেশি করা হয় ।তাছাড়া টোটো চালকরাও ৪-৫ জন যাত্রী ছাড়া যেতে চান না। যদিও এ নিয়ে অভিযোগ দীর্ঘদিনের। পুলিশ প্রশাসন এবং পর্ষদ এই সমস্যার সমাধানে বেশ কয়েকবার বৈঠকও করছে। কিন্তু, তাতে কাজ হয়নি। এবার এনিয়ে আরও নজরদারি চালাতে চায় পর্ষদ। এছাড়াও ট্রাফিক ব্যবস্থার সংস্কার করা হচ্ছে এই সমস্ত কাজের সুবিধার্থে দিঘাকে ১০টি পৃথক জোনে ভাগ করার সিদ্ধান্ত হয়েছে। এর ফলে সংশ্লিষ্ট জোনে দ্রুত সমস্যার সমাধান হবে বলেই আশা কর্তৃপক্ষের। (আরও পড়ুন: বাংলাদেশ সেনার💜 প্রশংসায় অমর্ত্য সেন, আওয়ামি লিগকে নিষিদ্ধ করা নিয়ে জানালেন মতামত)
আরও পড়ুন: 'দলের কেউ… কিছু করা🍨র চেষ্টা…', ব্যাগে মেয়ের দেহ উদ♛্ধার নিয়ে বিস্ফোরক হিমানীর মা
এ বিষয়ে দিঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের প্রশাসক অপূর্ব বিশ্বাস জানিয়েছেন, উন্নত পরিষেবার জন্য দিঘাকে একাধিক জোনে ভাগ করা হয়েছে। প্রতিটি জোনের দায়িত্বে থাকবেন পর্ষদের কর্মীরা। পর্যটক বা স্থানীয়রা সমস্যায় পড়লে অভিযোগ জানাতে পারবেন। তিনি জানান, অতিরিক্ত হোটেল ভাড়া বা পরিষেবা নিয়ে অভিযোগ থাকলে পর্ষদের ওয়ে𒆙বসাইটে দেওয়া নম্বরে অভিযোগ জানানো যাবে।’ এছাড়া, বাস ও টোটো ভাড়া নিয়েও বৈঠকে বসা হবে।