সৌরাষ্ট্র ক্রিকেট দলের বোলারদের এবার দু দিনের জন্য বিশেষ প্রশিক্ষণ দিলেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি পেসার গ্লেন ম্যাকগ্রাথ। একটা স𓆉ময় ভারতীয় ব্যাটারদের তো বটেই, গোটা বিশ্বের তারকা ব্যাটারদের রাতের ঘুম উড়িয়ে দিতেন তিনি একা হাতেই। তাঁর পারফরমেন্সে জন্য ম্যাচের আগে রাতে ঘুমোতে পারতেন না বিশ্বের তাবড় তাবড় ক্রিকেটার। এখনও ২০০৩ বিশ্বকাপ ফাইনালে সচিন তেন্ডুলকর প্রথম ওভারেই আউট করার দৃশ্য অনেকের চোখে ভাসে।
সৌরাষ্ট্রে এসে ২ দিনের ট্রেনিং
সেই অজি তারকা পেসার গ্লেন ম্যাকগ্রাথই এবার দুদিনের জন্য সৌরাষ্ট্রের সমস্ত পেসারদের রাজকোটের মাঠে ট্রেনিং দিলেন। আসলে অস্ট্রেলিয়ার প্রাক্তনী বর্তমানে যুক্ত রয়েছেন ꦺএমআইএফ পেস ফাউন্ডেশনের সঙ্গে, যা চেন্ন🅺াইতে অবস্থিত। সেই সংস্থার সঙ্গে চুক্তি মতোই সৌরাষ্ট্র দলের ২৫জন তরুণ পেসারদের নিয়ে এবার এক শিবির করলেন ম্যাকগ্রাথ। সৌরাষ্ট্র দল থেকে চেতেশ্বর পূজারার মতো বহু ক্রিকেটারই ভারতের হয়ে দাপিয়ে বেড়িয়েছেন, তাঁদের দল ঘরোয়া ক্রিকেটে অন্যতম সম্ভাবনাময় ক্রিকেটারদের তুলে নিয়ে এসেছে সাম্প্রতিক সময়ে।
কোচরাও ট্রেনিং নিলেন
সৌরাষ্ট্র ক্রিকেট সংস্থার তরফে তাঁদের সভাপতি জয়দেব শাহ অজি তারকার এদেশা আসা নিয়ে বলেন, ‘গ্ল্যান ম্যাকগ্রাথ যে সময় বের করে রাজকোটে আসতে পেরেছেন, এটার জন্য সাধুবাদ প্রাপ্য ওনার। উনি আমাদের বোলার এবং কোচদের সঙ্গে দুদিন সময় কাটিয়েছেন। এই সময়টা বার করার জন্য আমরা ওনাꦗকে মন থেকে ধন্যবাদ জানাতে চাই ’।
২৫জন ক্রিকেটারকে নিয়ে ট্রেনিং ক্যাম্প
আন্তর্জাতিক ক্রিকেটে ঠিক কি ধরণেই পেস বোলিং হয়, সেই অভিজ্ঞতা🐼 যাতে ক্রিকেটারদের কাছে পৌছে দেওয়া যায়, সেই জন্যই এই ক্যাম্প করা হয়েছে বলে জানান সৌরাষ্ট্রের সভাপতি। সৌরাষ্ট্র ক্রিকেট সংস্থার তত্ত্বাবোধানে থাকা সমস্ত বয়সভিত্তিক দলেরই প্রতিভাবান পেসাররা এই শিবিরে যোগ দিয়েছিলেন। অনূর্ধ্ব ১৯, অনূর্ধ্ব ২৫ দলের পাশাপাশি রঞ্জি ট্রফির ক্রিকেটাররাও এই শিবিরে অংশ নেন।
গ্লেন ম্যাকগ্রাথের কাছ থেকে পেসাররাই শুধু ট্রেনিং নিয়েছেন তেমনটা নয়। ভারতীয় ক্রিকেটে অত্যাধুনিক কোচিং টেকনিক যাতে কাজে লাগানো যায় সেই কারণে সেই রাজ্য সংস্থার কোচ, ফিজিও, ট্রেনাররাও এই শিবিরে অংশ নেন। অস্ট্রেলিয়ার হয়ে ১২৪টি টেস্টে খেলার পাশাপাশি ২৫০টি ওডিআই এবং ২টি টি২০ ম্যাচে খেলেছেন গ্লেন ম্যাক🌌গ্রাথꩵ। এমআরএফ ফাউন্ডেশনের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি রয়েছে তাঁর।