🦩 কলকাতা হাইকোর্টের নির্দেশে কন্টাই সমবায় ব্যাঙ্কের ভোট হচ্ছে। আজ, শনিবার বেলায় পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি–সহ বিভিন্ন জায়গার ভোট কেন্দ্রের পাশাপাশি এগরার কুদিতে রাসন হাইস্কুলের ভোটকেন্দ্রের সামনে তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে দফায় দফায় সংঘর্ষ বাধে। কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় এই নির্বাচনকে কেন্দ্র করে। কাঁথি কৃষি ও গ্রামীণ উন্নয়ন ব্যাঙ্কের পরিচালন সমিতির ভোট শুরুতেই সুপ্রকাশ গিরির সঙ্গে ঝামেলা হয়। দুপুরে রামনগরের তৃণমূল বিধায়ক অখিল গিরির গায়ে হাত তোলার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে।
♔এদিকে ডিএসপি আবু নূর হোসেনের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস বিধায়কের গায়ে হাত তোলার অভিযোগ উঠেছে। এই অভিযোগ খোদ অখিল গিরির। অখিল গিরি রামনগরের বিধায়ক। তাঁর অভিযোগ, বিজেপির মদতে ভুয়ো ভোটার সেখানে ঢোকানো হচ্ছিল। এই ঘটনারই প্রতিবাদ করছিলেন তিনি। তখন তাঁর গায়ে হাত তুলেছে পুলিশ। অখিলবাবু বলেন, ‘রামনগর কলেজের সামনে আমাকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়েছে।’ এই ঘটনার প্রতিবাদে রামনগর থানার সামনে অখিল গিরির অনুগামীরা বিক্ষোভ দেখাতে শুরু করেছেন। ১১৬ বি জাতীয় সড়কের উপরও তৃণমূল কংগ্রেসের কর্মীরা বিক্ষোভ দেখাতে থাকেন।
আরও পড়ুন: গৃহবধূকে ধর্ষণ করে খুনের অভিযোগে আলোড়ন, গলার নলিকাটা দেহ উদ্ধার ডালখোলায়
তৃণমূল কংগ্রেস নেতা আইয়ুব খানকে মারধর করে বিজেপি বলে অভিযোগ। তখন পাল্টা বিজেপি কর্মীদের ব্যাপক মারধর করা হয় বলে অভিযোগ। তৃণমূল কংগ্রেস এবং বিজেপি যুযুধান দুই দলের বেশ কয়েকজন এই মারামারিতে আহত হয়। পাশাপাশি এগরা থানার পুলিশের উপরও হামলা চালানো হয়েছে বলে অভিযোগ। 🌟এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। কাঁথি হচ্ছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গড় বলেই পরিচিত। কাঁথি কৃষি ও গ্রামীণ উন্নয়ন ব্যাঙ্কের পরিচালন সমিতির ভোট ঘিরে তাই উত্তাপ থাকবেই। উত্তেজনার পারদ চড়ছিল রামনগরেও। রামনগরের বিধায়ক অখিল গিরির অভিযোগ, ডিএসপি তাঁকে ধাক্কা দেন। আর তাতেই পড়ে যান তিনি। কোমরে, মাথায় অখিল গিরি চোট পান বলেও অভিযোগ।
অন্যদিকে এগরার তৃণমূল কংগ্রেস বিধায়ক তরুণ কুমার মাইতি জানিয়েছেন, বিজেপি বেছে বেছে তৃণমূল কংগ্রেস কর্মীদের ভোটের স্লিপ কেড়ে নিয়ে ওঁদের স্লিপ দিচ্ছে। বিজেপি আমাদের কর্মীদের উপর হামলা চালাচ্ছে। তার মধ্যেই রামনগরের ঘটনা ঘটে গিয়েছে। এই বিষয়ে অখিল গিরি বলেন,♏ ‘শান্তিপূর্ণ নির্বাচন বানচাল করার চেষ্টা হচ্ছে। বিজেপি প্রার্থীদের কোনও অস্তিত্ব নেই। পুলিশ আমাদের ভোটারকে বাধা দিচ্ছে।’ পাল্টা বিজেপির দাবি, পুলিশ তো অখিলবাবুদের সরকারের। তাদের হাতে যদি অখিল গিরিকে আক্রান্ত হতে হয় সেটা তাহলে দায় তাদের ব্যাপার।