আজ ফুরফুরা শরিফে যেতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগেই রবিবার ফুরফুরা শরিফের পীরজাদা ত্বহা সিদ্দিকির গলায় দিঘার জগন্নাথ মন্দির প্রসঙ্গ। ত্বহার কথায়, দিঘায় জগন্নাথ মন্দিরের পাশাপাশি যাতে একটি মসজিদ তৈরি করা হয়, সেই ব্যাপারে চিন্তা-ভাবনা করার জন্যে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলবেন তিনি। ত্বহা বলেন, ‘জনগণের টাকায় দিঘার জগন্নাথ মন্দির করা যাবে কি না যাবে এটা আমার জানা নেই। সরকারের টাকা খরচা করে ইফতার মজলিস করা যাবে কি না আমার জানা নেই।’ (আরও পড়ুন: ৪০টি চিনা J35A যুদ্ধবিমান হাতে পাবে পাক, হোতানে মোতয়েন J20, জবাꦗবে ಞকী করছে ভারত?)
আরও পড়ুন: বিস্ফোরণের পর RPG হামলা, বালোচিস্তা💛𝔍নে ৯০ জওয়ানকে মারার দাবি BLA-র, পাক সেন বলল…
পীরজাদা বলেন, 'আমাদের একটা দাবি আছে। দিঘায় জগন্নাথ মন্দির হোক আমিও চাই। আমি দিঘায় গিয়েছি। অনেক মানুষই যাতায়াত করেন। তাই ওইখানে জগন্নাথ মন্দির হচ্ছে তাতে আমিও খুশি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে বুঝতে হবে ওইখানে শুধু হিন্দু ভাই নয়, মুসলিম ভাইয়েরাও যান। তাঁদের একটা মসজিদ কীভাবে করা যাবে, কোন পদ্ধতিতে করা যাবে, ওয়াকফ বোর্ডের অধীনে করা যাবে কি না এটাও ওঁকে চিন্তাভাবনা করার জন্য বলতে পারি।' (আরও পড়ুন: বাংলায় ৮৫০০ কোটি টাকা বিনিয়োগ কဣরতে পারে হলদিয়া পেট্রোকেমিক্যাল? দাবি রিপোর্টে)
আরও পড়ুন: চিনের থেকে নয়া হাঙর শ্রেণির সাবমেরিন প💦েল পাকি𝕴স্তান, ভারত কি চিন্তায় পড়বে?
উল্লেখ্য, আগামী ৩০ এপ্রিল জগন্নাথ মন্দিরের উদ্বোধন হওয়ার কথা দিঘায়। অক্ষয় তৃতীয়ার দিনকে বেছে নেওয়া হয়েছে জগন্নাথ মন্দির উদ্বোধনের জন্য। তাই এখন থেকেই দিঘায় সাজ সাজ রব শুরু হয়েছে। রিপোর্ট অনুযায়ী, ২৯ এপ্রিল প্রাণপ্রতিষ্ঠা হবে। ২৮ এপ্রিল থেকে দিঘা শহরে কোনও গাড়ি চলাচল করতে পারবে না। এদিকে দিঘার এই জগন্নাথ মন্দির নিয়ে সম্প্রতি প্রশ্ন তুলেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর বক্তব্য ছিল, পুরীতে যেমন অ-হিন্দুদের জগন্নাথ মন্দিরে প্রবেশ নিষেধ, দিঘার ম💟ন্দিরে তেমনই ব্যবস্থা থাকবে কি না। এরই মাঝে এবার ত্বহার গলায় দিঘায় মসজিদ তৈরির প্রসঙ্গ আসায় বিষয়টি নিয়ে জোর রাজনৈতিক তরজা শুরু হতে পারে। এর জেরে বাংলার রাজনীতিতে ধর্মীয় মেরুকরণ আরও বাড়বে বলে মনে করা হচ্ছে। তবে বিষয়টি নিয়ে শাসকদল তৃণমূল কংগ্রেস কেমন প্রতিক্রিয়া দেয়, তার ওপর অনেকটাই নির্ভর করছে।