5th Gen Fighter Jet Latest Update: ৪০টি চিনা J35A যুদ্ধবিমান হাতে পাবে পাক, হোতানে মোতয়েন J20, জবাবে কী করছে ভারত?
Updated: 17 Mar 2025, 08:00 AM ISTতেজসের অপেক্ষায় আছে বায়ুসেনা। এরই মাঝে ভারতেই পঞ্চম জেনারেশনের যুদ্ধবিমান তৈরির জন্যে ছক কষতে শুরু করেছে সরকার। এর জন্যে গঠন করা হয়েছে উচ্চ পর্যায়ের একটি কমিটি। উল্লেখ্য, চিনের থেকে ৪০টি জে৩৫এ পাচ্ছে পাকিস্তান। এই আবহে ভারতও নিজের শক্তিবৃদ্ধিতে নজর দিচ্ছে।
পরবর্তী ফটো গ্যালারি