সোমবার বাংলা পরীক্ষা ভালোভাবেই কেটেছে। বুধবার উচ্চমাধ্যমিকের ইংরেজি পরীক্ষা আছে। রুটিন অনুযায়ী, আসলে দ্বিতীয় ভাষার পরীক্ষা হবে। আর অধিকাংশ পড়ুয়ারই উচ্চমাধ্যমিকে দ্বিতীয় ভাষায় হিসেবে ইংরেজি আছে। সকাল সকাল ১০ টা থেকে পরীক্ষা শুরু হবে। চলবে দুপুর ১ টা ১৫ মিনিট পর্যন্ত। অর্থাৎ ইংরেজি পরীক্ষার আগে বেশি সময় বাকি নেই। যতক্ষণ সময় বাকি আছে, সেইসময় কোন কোন বিষয়গুলি চোখ বুলিয়ে নিতে হবে, কোন কোন বিষয়গুলি আরও একবার ঝাল﷽াই দিয়ে নিতে হবে, তা জানালেন জলপাইগুড়ির ইংরেজি শিক্ষিকা ঐন্দ্রিলা বণিক। একেবারে শেষবেলার ‘সাজেশন’ দিলেন।
উচ্চমাধ্যমিকের ইংরেজি পরীক্ষার সাজেশন
বাংলা পরীক্ষা ভালো হয়েছে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের!
এমনিতে ২০২৫ সালে পুরনো ধাঁচে শেষবারের মতো হচ্ছে উচ্চমাধ্যমিকের পরীক্ষা। আগামী বছর থেকে নয়া রূপে হবে উচ্চমাধ♓্যমিক। আর শেষ বছরের উচ্চমাধ্যমিকে বাংলা পরীক্ষার প্রশ্নপত্র যেমন হয়েছে, তাতে পড়ুয়াদের মুখে হাসি ফুটেছে। কলকাতার পাঠভবন স্কুলের বাংলার শিক্ষক ডক্টর সপ্তর্ষি রায় জানিয়েছেন, এবার বাংলা পরীক্ষার প্রশ্নপত্র খুবই সহজ হয়েছে। নম্বর তোলার প্রচুর সুযোগ আছে। কারণ ছোট প্রশ্ন তো আছেই। বড় প্রশ্নগুলিকেও ভেঙে-ভেঙে দেওয়া হয়েছে। সর🐻াসরি পাঁচ নম্বরের প্রশ্নের উত্তর দিতে হচ্ছে না। ফলে আরও বেশি নম্বর পাওয়া যাবে।
একইসুরে কলকাতার হিন্দু স্কুলের বাংলার শিক্ষক স্বাগত বিশ্বাস জানিয়েছেন, যে পড়ুয়ারা সালের প্রশ্ন ধরে প্র্যাকটিস করেছেন, টেস্ট পেপার ধরে প্র্যাকটিস করেছেন, তাঁদের খুব ভালো পরীক্ষা হয়েছে। কারণ একেবারে অনেক প্রশ্ন ‘রিপিট’ করা হয়েছে উচ্চমাধ্যমিক পরীক্ষায়। এমসিকিউ থেকে বড় প্রশ্ন - সবক্ষেত্রেই চেনা-জানা প্রশ্ন করা হয়েছে। ফলে পড়ুয়ারা ভালো নম্বর পাবেন বলে আশা করেছেন হিন্দু স্কুলের শিক্ষক।৫ মার্চ (বুধবার): ইংরেজি (দ্বিতীয় ভাষা), বাং🔴লা (দ্বিতীয় ভাষা), হিন্দꦑি (দ্বিতীয় ভাষা), নেপালি (দ্বিতীয় ভাষা) এবং অল্টারনেটিভ ইংলিশ।
উচ্চমাধ্যমিকের বাকি পরীক্ষার রুটিন
১) ৫ মার্চ (বুধবার): ইংরেজি (দ্বিতীয় ভাষা), বাংলা (🐽দ্বিতীয় ভাষা), হিন্দি (দ্বিতীয় ভাষা), নেপালি (দ্বিতীয় ভাষা) এবং অল্টারনেটিভ ইংলিশ।
২) ৬ মার্চ (বৃহস্পতিবার): অর্থনীতি।
৩) ৭ মার্চ (শুক্রবার): ফিজিক্স, নিউট্রিশন, এডুকে𒈔শন এবং অ্যাক♔াউন্টেন্সি।
৪) ৮ মার্চ (শনিবার): কম্পিউটার সায়েন্স, মর্ডান কম্পিউটার অ্যাপ্লিকেℱশন, আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স, ডেটা সায়েন্স, এনভায়রনমেন্টাল স্টাডিজ, হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন, মিউজিক এবং ভিস্যুয়াল আর্ট🧸স।
৫) ১০ মার্চ (সোমবার): কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারিস অফ অডিটিং, ফিলোজফি এবং সোশিয়ো🦩লজি।
৬) ১১ মার্চ (মঙ্গলবার): কেমিস্🐎ট্রি, জার্না🥀লিজম অ্যান্ড মাস কমিউনিকেশন, সংস্কৃত, পার্সিয়ান, আরবিক এবং ফরাসি।
৭) ১৩🗹 মার্চ (বৃহস্পতিবার): মꦆ্যাথমেটিক্স (অঙ্ক), সাইকোলজি, অ্যানথ্রোপলজি, অ্যাগ্রোনমি এবং ইতিহাস।
৮) ১৭ মার্চ (সোমবার): বায়োඣলজিক্যাল সায়েন্স, বিজনেস স্টাডিজ এবং পলিটিক্যাল সায়েন্স।
৯) ১৮ মার্চ (মঙ্গলবার): স্ট্যাটিসটিকস, ভূগোল, কস্টিং💧 অ্যান্ড ট্যাক্সেশন এবং হোম ম্যানেজমেন্ট অ্যান্ড ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্ট।
আরও পড়ুন: Higher Secondary 2025: মোবাইল নিয়ে পরীক্ষাকেন্দ্ꦗরে! ধরা পড়ে গেলেন উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী