𝓀 দারুণ এক ক্যাচের উপহার দিল আয়ুষ বাদোনি ও রবি বিষ্ণোই-এর জুটি। ভক্তেরা বলছেন এটাই নাকি এখন পর্যন্ত আইপিএল ২০২৫ মরশুমের সেরা ক্যাচ। আসলে দুর্দান্ত এক ইনিংস খেলা পঞ্জাব কিংসের ওপেনার প্রভসিমরন সিং একটি বড় শট মারেন এবং সেই সময়ে দুরন্ত একটি ক্যাচ নেন রবি বিষ্ণোই। ১১তম ওভারটি করতে আসেন দিগ্বেশ রাঠি। এই ওভারের প্রথম বলেই বড় ছক্কা মারার চেষ্টা করেন প্রভসিমরন সিং। সেই বলটি একেবারে বাউন্ডারি লাইন টপকে যাচ্ছিল সেই সময়ে লাফিয়ে আটকে দেন আয়ুষ বাদোনি।
🥃বাউন্ডারি লাইনে দাঁড়িয়ে থাকা আয়ুষ বাদোনি লাফিয়ে বাইরে গিয়ে বলটি আবার মাঠের মধ্যে টেনে আনেন। আয়ুষ বাদোনির অসাধারণ এই কাজের জন্য বলটি বাউন্ডারি লাইন টপকে যেতে পারেনি। তবে এরপরে বলটি বাউ্ডারি লাইনের উল্টো দিকে দাঁড়িয়ে থাকা রবি বিষ্ণোইয়ের হাতে ক্যাচটি তুলে দেন। তবে এই ক্যাচটি রবি বিষ্ণোইয়ের জন্য সহজ ছিল না। তবে কোনও ভুল করেননি বিষ্ণোই। লখনউ সুপার জায়ান্টসের তারকা ক্রিকেটার রবি বিষ্ণোই ক্যাচটি সম্পূর্ণ করেন। প্রভসিমরন সিংকে ফেরানোর জন্য দারুণ কিছু দরকার ছিল, আর তারা সেটাই করে দেখান এই দুই তারকা।
আরও পড়ুন … ജIPL 2025: ‘স্টুপিড, স্টুপিড, স্টুপিড’ লাইভ শো-তে ঋষভ পন্তকে খোঁচা দিলেন সুনীল গাভাসকর
দেখুন সেই ক্যাচের ভিডিয়ো-
আরও পড়ুন … ♛ভিডিয়ো: কোহলির RCB-র ডিনার পার্টিতে CSK ভক্ত! নিজের হোটেলে ধোনি ফ্যানকে দেখে কী করলেন বিরাট?
🎃তবে এই ক্যাচের ফলেও জিততে পারেনি লখনউ সুপার জায়ান্টস। দারুণ ক্যাচ নিয়ে প্রভসিমরন সিংকে আউট করলেও, আউট হওয়ার আগেই দুর্দান্ত এক ইনিংস খেলেন প্রভসিমরন। ৩৪ বলে ৬৯ রান করেন প্রভসিমরন সিং। এই সময়ে তিনি নয়টি চার ও তিনটি ছক্কা হাঁকান। প্রভসিমরন সিংয়ের এই ইনিংসের উপর ভর করে জয় নিশ্চিত করেন শ্রেয়স আইয়াররা।
আরও পড়ুন … 🎀ইন্টার মায়ামির ম্যাচে আর মাঠে থাকতে পারবেন না লিওনেল মেসির দেহরক্ষী! ইয়াসিন চুয়েকোকে নিষিদ্ধ করল MLS
♎ম্যাচের কথা বললে, টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন পঞ্জাব কিংসের অধিনায়ক শ্রেয়স আইয়ার। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে সাত উইকেট হারিয়ে লখনউ সুপার জায়ান্টস স্কোর বোর্ডে তোলে ১৭১ রান। তবে এই রান তাড়া করতে নেমে মাত্র ১৬.২ ওভারে ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় পঞ্জাব কিংস। এই ম্যাচটি আট উইকেটে জিতে যায় শ্রেয়স আইয়ারের দল।