বাংলাদেশের জেলে নাকি অসুস্থ চিন্ময় প্রভু। ২৫ মার্চ ফেবসুকে একটি সবাপত্রের কাটিং পোস্ট করেন লেখিকা তসলিমা নসরিন। তাতেই দাবি করা হয়, চিন্ময় প্রভুর হার্টে সমস্যা হচ্ছে। এদিকে লিভারেও সমস্যা দেখা গিয়েছে তাঁর। এরই মাঝে চিন্ময় প্রভু নাকি জেলের ভিতরেই অনশন করছেন। এহেন পরিস্থিতিতে বাংলাদেশের ইউনুস সরকারকে তোপ দেগেছেন কার্তিক মহারাজ। এই বিষয়ে তিনি বলেন, 'বাংলাদেশের প্রশাসন খুবই গর্হিত কাজ করছে। একজন সন্ন্যাসীকে মিথ্যা মামলায় বিনা বিচারে জেলে আটকে রাখা হয়েছে।' (আরও পড়ুন: ꦇ'গোপন ইন্টেল' পাওয়ার পর মার্কিন বাহিনীর কর্তার সাথে বৈঠক বাংলাদেশি সেনা প্রধানের)
আরও পড়ুন: 🌊'অভ্যুত্থান গুজবে' নাম থাকা বাংলাদেশি জেনারেল দেখা করলেন অভ্যুত্থানকারীদের সঙ্গে
এরপর কার্তিক মহারাজের প্রশ্ন, 'এভাবে চিন্ময় প্রভুকে জেলে মেরে ফেলে কি বাংলাদেশি হিন্দুদের শিক্ষা দিতে চাইছে জিহাদিরা?' তিনি এরপর বলেন, 'আমি ভারত সরারের দৃষ্টি আকর্ষণ করছি এই বিষয়ে। চিন্ময় প্রভুর জীবন রক্ষার জন্যে ভারত সরকার চাপ সৃষ্টি করুক বাংলাদেশ সরকারের ওপর। প্রয়োজনে এই নিয়ে আমেরিকার প্রশাসনের সঙ্গেও কথা বলা হোক।' (আরও পড়ুন: ꧃'বিদেশের মাটিতে ভারত বিরোধীদের মারছে', RAW-কে নিষিদ্ধ করার দাবি মার্কিন কমিশনের)
আরও পড়ুন: 𝓀'…আমরা সততার পরিচয় বহন করি না', 'যুদ্ধাবস্থায়' থাকা বাংলাদেশ নিয়ে বললেন ইউনুস
🥂 এদিকে রাষ্ট্রদ্রোহ মামলায় বাংলাদেশি হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস প্রভুর জামিন মামলার রুল সংক্রান্ত শুনানি হতে চলেছে শীঘ্রই। বিডিনিউজ২৪-এর রিপোর্ট অনুযায়ী, ইদের ছুটির পরই এপ্রিল মাসে বাংলাদেশ হাইকোর্ট খুলতেই প্রথম সপ্তাহেই মামলাটি উঠতে পারে এজলাসে। গত ১৯ মার্চ এই সংক্রান্ত নির্দেশ দেয় বিচারপতি মহম্মদ আতোয়ার রহমান ও বিচারপতি মহম্মদ আলি রেজার বেঞ্চ। এই বিষয়ে চিন্ময় প্রভুর আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য জানান, ২৩ এপ্রিল এই রুলের উপর শুনানি হতে পারে।