👍 অবশেষে স্বস্তির হাওয়া লখনউ সুপার জায়ান্টস শিবিরে। এলএসজি-র দাঁত-নখহীন পেস আক্রমণ ঝাঁঝ পেতে চলেছে এতদিনে। লখনউয়ের মসিহা হতে টিম হোটেলে ঢুকে পড়লেন আকাশ দীপ।
꧙বাংলা তথা টিম ইন্ডিয়ার তারকা পেসার চোটের জন্য বেশ কিছুদিন মাঠের বাইরে ছিলেন। তিনি বর্ডার-গাভাসকর ট্রফির সময়ে চোট পান। তার পর থেকে আর মাঠে নামার মতো পরিস্থিতিতে ছিলেন না আকাশ। জসপ্রীত বুমরাহর সঙ্গে ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে চোট সারানোর প্রক্রিয়ায় ছিলেন তিনি।
🍎অবশেষে ফিট হয়ে লখনউ শিবিরে যোগ দিলেন তারকা পেসার। বৃহস্পতিবার লখনউ ফ্র্যাঞ্চাইজির তরফে সোশ্যাল মিডিয়ায় ছবি ও ভিডিয়ো পোস্ট করে আকাশ দীপের দলের সঙ্গে যোগ দেওয়ার খবর জানানো হয়। উল্লেখ্য, আকাশ দীপ গত মরশুমে আরসিবির হয়ে মাঠে নামেন। তবে তাঁকে আইপিএল ২০২৫-এর জন্য স্কোয়াডে ধরে রাখেনি বেঙ্গালুরু।
𝔍এবছর আইপিএলের মেগা নিলাম থেকে ১ কোটি টাকা বেস প্রাইসের আকাশকে ৮ কোটি টাকার বিশাল মূল্যে দলে নেয় লখনউ। নিলামে লখনউয়ের সব থেকে দামি ক্রিকেটারদের তালিকায় তিন নম্বরে ছিলেন ভারতীয় পেসার। আকাশকে টিম হোটেলে স্বাগত জানান মিচেল মার্শ, ডেভিড মিলার, নিকোলাস পুরানরা।
♈ঋষভ পন্ত রান না পেলেও লখনউ সুপার জায়ান্টসের ব্যাটিং বিভাগকে নির্ভরতা দিচ্ছেন মার্শ ও পুরান। তবে বোলিং বিভাগকে তেমন কার্যকরী দেখাচ্ছে না। ইতিমধ্যেই চোটের জন্য স্কোয়াড থেকে ছিটকে গিয়েছেন মহসিন খান। তাঁর বদলে স্কোয়াডে জায়গা পাওয়া শার্দুল ঠাকুর মন্দ বোলিং করছেন না। তবে সঙ্গীর অভাব নিশ্চিতভাবেই টের পাচ্ছেন শার্দুল।
🍌আবেশ খান চোট সারিয়ে মাঠে ফিরেছেন। তবে এখনও সেরা ছন্দে ফিরতে সময় দরকার আবেশের। মায়াঙ্ক যাদব চোটের জন্য মাঠের বাইরে রয়েছেন। তিনি কবে দলের সঙ্গে যোগ দিতে পারবেন, সেই বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়। এমন পরিস্থিতিতে আকাশ দীপের স্কোয়াডে ফেরা লখনউয়ের কাছে অত্যন্ত ইতিবাচক দিক হিসেবেই বিবেচিত হচ্ছে।
🅺যদিও এক্ষেত্রে সংশয় একটা থেকেই যাচ্ছে যে, চোট সারিয়ে দীর্ঘদিন পরে মাঠে ফিরেই আকাশ দীপ নিজের সেরাটুকু মেলে ধরতে পারবেন কিনা। শুক্রবারই লখনউ ঘরের মাঠে নিজেদের পরবর্তী লিগ ম্যাচ খেলতে নামছে। এই ম্যাচে সুপার জায়ান্টসের প্রতিপক্ষ পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স। স্কোয়াডের সঙ্গে যোগ দেওয়ার পরের দিনেই আকাশ দীপকে লখনউ মাঠে নামিয়ে দেয় কিনা, সেটাও হবে দেখার।