বাংলাদেশে আগামী এক মাসের মধ্যে সন্ত্রাসী হামলা হতে পারে বলে নাকি আঙ্কা প্রকাশ করেছেন বাংলাদেশি সেনা প্রধান ওয়াকার-উজ-জামান। ইকোনমিক টাইমসের রিপোর্ট অনুযায়ী, সম্প্রতি ঢাকায় বাংলাদেশি সেনা কর্তাদের সঙ্গে বৈঠকের সময় এই সন্ত্রাসবাদী হামলার শঙ্কার কথা প্রকাশ করেছিলেন জেনারেল ওয়াকার। সেই তথ্য নাকি গোপন সূত্রে পেয়েছেন তিনি। এরই মাঝে এবার যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর প্যাসিফিক কমান্ডের ডেপুটি কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল জোয়েল বি ভোয়েলের সঙ্গে বৈঠক করলেন ওয়াকার। ঢাকায় তিনি এই বৈঠক করেন। (আরও পড়ুন: সুর বদলে বড় ঘোষণౠা ট্রাম্পের, মার্কিন প্রতিশোধমূলক শুল্ক থেকে ছাড় পাবে ভারত?)
আরও পড়ুন: সমীকরণ বদলাচ্ছে, ইউন🀅ুসের চিন সফরের আগেই বেজিংয়ে ‘ইতিবাচক’ বৈঠক ভারতের
জানা গিয়েছে, ডেপুটি কমান্ডার জোয়েলের নেতৃত্বাধীন দলটি ঢাকায় এসে বাংলাদেশ সেনার সক্ষমতা বৃদ্ধির বিভিন্ন বিষয়ে আলোচনা করে। এর আগে বিভিন্ন রিপোর্টে দাবি করা হয়েছিল, মায়ানমারের পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে ওঠায় বাংলাদেশে যায় মার্কিন সেনা প্রতিনিধি দল। ২ দিনের সফরে আমেরিকার ৪ সেনা কর্তা ঢাকায় গিয়েছেন। সেখানে বাংলাদেশি সেনার উচ্চপদস্থ একাধিক কর্তার সঙ্গে বৈঠক করেছেন জোয়েলরা। এই সবের মাঝেই আবার বাংলাদেশের কক্সবাজার থেকে সম্প্রতি উদ্ধার হয় ৬০ সেট আরাকান আর্মির ইউনিফর্ম। যা ঘিরে রহস্য ঘনাচ্ছে। (আরও পড়ুন: '…আমরা স🌃ততার পরিচয় বহন করি না', 'যু🎶দ্ধাবস্থায়' থাকা বাংলাদেশ নিয়ে বললেন ইউনুস)
এর আগে মায়ানমারের গৃহযুদ্ধের আবহে বাংলাদেশ সীমান্তে মাঝেমাঝেই বিস্ফোরণের আওয়াজ শোনা গিয়েছিল। এদিকে সীমান্তের ওপারের অশান্তির আঁচ এসে পড়ছে বাংলাদেশেও। এদিকে সম্প্রতি বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা দাবি করেছিলেন, মায়ানমারের সঙ্গে বাংলাদেশের সীমান্তের নিয়ন্ত্রণে আছে তারা। রিপোর্ট অনুযায়ী, ম🥀ায়ানমারের রাখাই𓆉ন প্রদেশের প্রায় পুরোটাই দখল করে নিয়েছে আরাকান আর্মি।
উল্লেখ্য, ২০২৩ সালের নভেম্বর থেকে রাখাইনে জুন্তা বাহিনীর ঘাঁটি নিশানা করে হামলা শুরু করেছিল আরাকান আর্মি। এই আবহে রাখাইন প্রদেশের ১৭টি শহরের মধ্যে ১২টিরই দখল নিয়েছে আরাকান আর্মি। এদিকে💯 মায়ানমার ও বাংলাদেশের মধ্যকার ২৭০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত আছে। এর আগে মংডু শহর দখলের সঙ্গে সঙ্গেই সেই ২৭০ কিলোমিটারের পুরোটাই দখলে চলে গিয়েছে আরাকান আর্মির। বর্তমানে রাখাইন প্রদেশের সিত্তে শহরটি জুন্তার দখলে রয়েছে। তবে প্রদেশের অধিকাংশের ওপরই জুন্তার কোনও নিয়ন্ত্রণ নেই। তবে আরাকান আর্মির নিয়ন্ত্রিত এলাকা🌊য় মাঝে মধ্যেই এয়ারস্ট্রাইক করছে জুন্তা।