দিঘা স্টেশনের কাছে প্রায় ২০ একর জায়গার উপর অপরূপ স্থাপত্য। একঝলক দেখলে মনে হবে পুরীতে চলে এসেছেন। আসলে এটাই দিঘার জগন্নাথ ধাম। প্রায় ২০০ কোটি টাকা খরচ করে তৈরি হচ্ছে এই মন্দির। অক্ষয় তৃতীয়ার দিন এই মন্দিরের উদ্বোধন করবেন বাংলার মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। আগের দিন থেকে শুরু হবে অন্যান্য আচার অনুষ্ঠান। দিঘার মুকুটে নয়া পালক। হিডকোর তত্ত্ববধানে তৈরি হচ্ছে এই জগন্নাথধাম। কেবলমাত্র সমুদ্রস্নান নয়, এবার দিঘা বেড়াতে গেলে একদিন আপনাকে রাখতে হবে এই জগন্নাথধাম দর্শনের জন্য।
দিঘার জগন্নাথধাম ও তার সংলগ্ন এলাকা সাজিয়ে তোলার জন্য শেষ মুহূর্তের কাজ চলছে। সামনে করা হয়েছে ঘাসের লন। তবে এখনও উদ্বোধন হয়নি এই জগন্নাথধামের। এখনও দরজা খোলেনি সর্বসাধারণেরꦡ জন্য। তবে তার আগেই জগন্নাথ ধামের সামনে দাঁড়িয়ে সেলফি ত𒅌োলার জন্য চূড়ান্ত উৎসাহ পর্যটকদের মধ্য়ে।
মন্দিরের সামনে বিরাট হোর্ডিং। সেখানে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের ছবি। লেখা রয়েছে 'জগন্নাথধাম, দীঘা, মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের অনুপ্রেরণায়'। রাস্তার উলটো দিকে তৈরি হচ্ছে পার্ক। চারপাশের রূপটা বদলে যাচ্ছে ক্রমশ। দিঘার সমুদ্রস্নানের জন্য যারা আসছেন তাঁরা একবার টোটোতে চেপে বাইরে থেকেই দেখে যাচ্ছেন জগন্নাথ মন্দিরকে।
মার্চের শেষদিকে জগন্নাথ ধামে গিয়ে দেখা গেল মন্দিরের প্রধান দরজা বন্ধ। ভেতরে প্রশাসন♛ের তৎপরতা তুঙ্গে। মন্দির উদ্বোধন উপলক্ষে প্রচুর মানু🌄ষের সমাগম হবে। সেকারণে কোথাও যাতে ত্রুটি না থাকে তার সব ব্যবস্থা করা হচ্ছে।
মন্দিরের প্রধান দরজা দিয়ে ভেতরে প্রবেশ করার পরে প্রথমেই তিনটি দ্বীপস্তম্ভ। মূল মন্দিরে প্রবেশের জন্য ৪টা দ্বার রয়েছে। উত্তরে হস্তিদ্বার, দক্ষিণে অশ্বদ্বার, পূর্বদিকে সিংহদ্বার ও পশ্চিমে রয়েছে ব্যাঘ্রদ্বার। এই জগন্নাথধামে অরুণস্তম্ভও তৈরি হয়েছে। অনেকটা পুরীর মন্দিরের মতোই। অরুণ স্তম্ভের উলটো দিকে রয়েছে সিংহদুয়ার। পুরীর মন্দ🅘িরের মতোই বাইরে থেকে দেখা যাবে জগন্♓নাথদেবকে।
জগন্নাথদেবের ভোগ রান্নার জন্য় আলাদা ভোগশালা🔯 থাকছে এই জগন্নাথধামে। এখানে ১৬টি স্তম্ভের উপর তৈরি করা হয়েছে নাটমন্দির🗹।
স্থানীয় হোটেল ব্যবসায়ীদের একাংশের দাবি, কার্যত ১৫ এপ্রিল থেকেই বদলে যাব♔ে দিঘার চ🍌ালচিত্র। তুমুল ব্যস্ততা শুরু হয়ে যাবে। ইতিমধ্য়েই উদ্বোধন উপলক্ষে হোটেল বুকিং চলছে।
অপূর্ব দেখতে হয়েছে এই মন্দির। এতদিন দিঘা ছিল কেবল পরিবার নিয়ে অথবা প্রিয় সঙ্গী বা সঙ্গিনীকে নিয়ে ছুটি কাটানোর জায়গা। তবে এবার তার সঙ্গে🧔 যুক্ত হল আধ্যাত্মিকভাব।𓆉 কেবল সুমদ্রস্নান নয়, দিঘায় এবার থেকে হবে জগন্নাথদেব দর্শনও।
২০২২ সালের অক্ষয়তৃতীয়ার দিন এই জ♕গন্নাথধামের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল। ২০২৩ সালের ৪ঠা এপ্রিল মমতা বন্দ্যোপাধ্য়ায় এসেছিলেন সব কাজ নিজে দেখতে। ২০২৫ সালে অক্ষয় তৃতীয়ার দিন উদ্বোধন করা হবে এই এই জগন্নাথ ধাম।