♍ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লন্ডন সফরকে বিদ্রূপ করতে গিয়ে রাজ্যের মানুষকে বিয়ার খাওয়ার পরামর্শ দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রবিবার হলদিয়ায় দলীয় সভার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বলেন তিনি। এমনকী কোন বিয়ার খেতে হবে তাও বলে দেন বিরোধী দলনেতা।
আরও পড়ুন - ꦰ‘দিলীপ ঘোষকে যেভাবে উত্যক্ত করা হয়েছে...!’ দলের তরফে পাশে দাঁড়ালেন শুভেন্দু
আরও পড়ুন - 🍌হুইপ জারির পরও সকলে উপস্থিত নন, কারা অনুপস্থিত? তালিকা তৈরি করছে তৃণমূল
আরও পড়ুন - ܫস্ত্রীকে বেদম মারছিল মদ্যপ স্বামী, বাঁচাতে গেলে শ্যালকের কান কামড়াল জামাইবাবু
♔এদিন শুভেন্দুবাবু বলেন, ‘সরকার এখন লন্ডনে। সবাই এখন একটা বিয়ার খাবেন, কোবরা বিয়ার। লন্ডনে কোবরা বিয়ার নিয়ে গিয়েছেন। পশ্চিমবঙ্গে সব বিয়ার বন্ধ হয়ে যাবে। শুধু কোবরা বিয়ার চলবে। WBIDC থেকে ৮ কোটি টাকা মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে গিয়েছে বেড়ানোর জন্য। এই ৮ কোটি টাকা থাকলে হলদিয়া হাসপাতালে অন্তত ১টা স্ক্যান মেশিন বসানো যেত।
ᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚবলে রাখি, ব্রিটেন প্রবাসী গুজরাতি শিল্পপতিকরণ বিলিমোরিয়ার আমন্ত্রণে মমতা বন্দ্যোপাধ্যায় লন্ডন গিয়েছেন বলে সিপিএমের মুখপাত্র গণশক্তিতে দাবি করা হয়। এই করণ বিলিমোরিয়া কোবরা বিয়ার সংস্থার মালিক। ৪ দিনের লন্ডন সফরে একগুচ্ছ কর্মসূচি রয়েছে মমতার। লন্ডনের কেলগ কলেজে ভাষণ দেওয়ার কথা তাঁর। সেখানে শিল্প বৈঠকেও যোগদান করবেন মুখ্যমন্ত্রী।