একের পর এক স্কুল খালি হয়ে যাচ্ছে। কা🥂রা ক্লাস নেবেন, কারা পরিস্থিতির সামাল দেবেন তা কিছুতেই বুঝতে পারছে না একাধিক স্কুল 💙কর্তৃপক্ষ। তবে এবার সবথেকে বড় প্রশ্ন উচ্চমাধ্যমিকের খাতা দেখার কী হবে?
এদিকে রাজ্য সরকার এর আগে একাধিকবার আদালতে জানিয়েছিল এত জন শিক্ষকের চাকরি বাতিল হলে রাজ্য়ের শিক্ষা ব্যবস্থায় বড় প🧸্রভাব পড়বে। তবে এবার সুপ্রিম নির্দেশ ২৫ হাজার ৭৭২জনের চাকরি বাতিল। কেবলমাত্র চাকরি থাকবে ক্যা💫নসার আক্রান্ত সোমা দাসের।
টিভি ৯ বাংলার প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে, যত দ্রুত সম্ভব পদক্ষেপ করা ♏হবে। শিক্ষা সচিব বিনোদ কুমার জানিয়েছেন ওই সংবাদমাধ্যম💦কে। সেই সঙ্গেই পরীক্ষার খাতা দেখার ব্যাপারে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে ওই সংবাদমাধ্যমকে জানানো হয়েছে এই চাকরি যাওয়ার প্রভাব তো পড়বেই। তবে পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
তবে একাধিক স্কুলে খোঁজ নিয়ে দেখা গিয়েছে কম বেশি প্রভাব পড়তে শুরু করেছে। একদিকে স্কুলগুলিতে শিক্ষক শিক্ষিকার ঘাটতি রয়েছে। তার উপর যদি শౠিক্ষক ও শিক্ষাকর্মীদের একাংশের চাকরি বাতিল হয় তাহলে ꦆস্কুলগুলিতে প্রভাব পড়তে পারে।
তবে বাংলার মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় বলেন, বিচারব্যবস্থাকে সম্মান করি। তবে রায়কে মানতে🥃 পারছি না।