♍ আজব বিষয় সোশ্যাল মিডিয়ায়। যদিও একেবারে নজির বিহীন নয়। একই নামে দুই ব্যক্তিকে নিয়ে এমন গোলমাল আগেও করেছেন নেটিজেনরা। এবার কিচ্ছু না করেও সোশ্যাল মিডিয়ায় আরসিবি সমর্থকদের গালগাল সহ্য করতে হচ্ছে বলিউড অভিনেতা আরশাদ ওয়ারসিকে।
🐼বুধবার চিন্নাস্বামীতে বিরাট কোহলিকে আউট করেন গুজরাট টাইটানসের বাঁ-হাতি পেসার আরশাদ খান। তবে সোশ্যাল মিডিয়ায় হুমকি দেওয়া হচ্ছে আরশাদ ওয়ারসিকে। এমনকি সার্কিটের কাছে সরাসরি কৈফিয়ৎও চাওয়া হচ্ছে যে, তিনি কেন কোহলিকে আউট করলেন?
𒀰বুধবার রাত থেকেই আরশাদ ওয়ারসির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বিদ্বেষমূলক বার্তা পাঠাচ্ছেন আরসিবি সমর্থকরা। বিভ্রান্ত কোহলি ভক্তরা অজয় দেবগনের সঙ্গে ওয়ারসির পুরোনো পোস্টের কমেন্টে বিষ উগরে দিচ্ছেন নেটিজেনরা। একজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী বলিউড তারকাকে হুমকি দিয়ে লেখেন, ‘দেখ লুঙ্গা তেরেকো’ অর্থাৎ কিনা, আমি তোকে দেখে নেব। অন্য একজন লেখেন, ‘কোহলি কো আউট কিউ কিয়া?’ অর্থাৎ, তুমি কেন কোহলিকে আউট করলে? রেগে যাওয়া ইমোজি-সহ আরেকজন কোহলি ভক্ত লেখেন, ‘এ সার্কিট, তুই কোহলির উইকেট কেন নিলি?’
ไবুধবার চিন্নাস্বামীতে ১টি বাউন্ডারির সাহায্যে ৬ বলে ৭ রান করে সাজঘরে ফেরেন বিরাট কোহলি। ইনিংসের শুরুতেই আউট হয়ে সাজঘরে ফেরেন তিনি। ১.৪ ওভারে আরশাদ খানের বলে প্রসিধ কৃষ্ণার হাতে ধরা পড়েন বিরাট।