সদ্য লন্ডনে পা রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শহরে পা রেখেই তিনি বেরিয়ে পড়েছিলেন প্রাতঃভ্রমণে। যাকে দিদি, ‘মর্নিং ওয়াক’ না বলে,'ওয়ার্মিং আপ' বলে সম্বোধন করেছেন। এদিকে, ব্রিটিশদের এই শহরে পা রেখেই লন্ডন সম্পর্কে একটি সোশ্যাল মিডিয়া পোস্ট করেন মমতা বন্দ্যোপাধ্যা༒য়। সেখানে শহরটির বিবরণের কথা উল্লেখ করতে গিয়ে কলকাতার প্রসঙ্গও পোস্টে আনেন দিদি।
অন্যদিকে, মঙ্গলবার লন্ডনে হাইপ্রোফাইল এক বৈঠকে যোগ দিতে চলেছেন বাংলার মুখ্যমন্ত্রী। ওই বৈঠকের উদ্যোক্তা ইউকে ইন্ডিয়া বিজ়নেস কাউন্সিল, ফিকি এবং পশ্চিমবঙ্গ শিল্পোন্নয়ন নি🍸গম। এরপর রয়েছে ২৭ মার্চ রয়েছে বহু প্রত্যাশিত অক্সফোর্ডের কেলগ কলে♚জে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ।
লন্ডনে পা রেখেই এক সোশ্যাল মিডিয়া পোস্টে বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়া পোস্টে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর বার্তা ,' বাংলা ও ব্রিটেনের মধ্যে শতাব্দীর পর শতাব্দী ধরে সম্পর্ক বিরাজ করছে, যার মূলে রয়েছে ইতিহাস, সংস্কৃতি এবং বাণিজ্য। গতকাল লন্ডনে পৌঁছনোর সাথে সাথে আমরা এমন একটি শহরে পা রাখলাম যা কলকাতার মতোই অতীতের ভার বহন করে বর্তমানের গতিশীলতাকে আলিঙ্গন করে।' এরই সঙ্গে মম🦄তা ওই পোস্টে লিখছ🐎েন,' দিনের ব্যস্ততা শুরু হওয়ার আগে, আমি লন্ডনের কালজয়ী জাঁকজমকের মর্মার্থে নিজেকে ডুবিয়ে দেওয়ার জন্য এক মুহূর্ত সময় নিলাম। এর প্রতীকী ল্যান্ডমার্ক থেকে শুরু করে এর বহুতল রাস্তা পর্যন্ত, শহরটি একটি প্রাচীন দুনিয়ার আকর্ষণকে তুলে ধরে যা ইতিহাস এবং বিবর্তনের কথা বলে - যে মূল্যবোধগুলি বাংলাও তার হৃদয়ের কাছাকাছি ধারণ করে।' পোস্টে মমতা জানান, ‘আগামীতে কিছু ব্যস্ত কর্মসূচি রয়েছে। আমি ব্রিটেনের সাথে বাংলার সম্পর্ক আরও গভীর করার এবং আমাদের স্থায়ী সম্পর্ককে আরও শক্তিশালী করার জন্য উন্মুখ।’
অক্সফোর্ডে মমতার সঙ্গে থাকছেন সৌরভ !
২৭ মার্চ অক্সফোর্ডের কেলগ কলেজে রয়েছে মমতা 🌱বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতা পর্ব। জানা যাচ্ছে, মমতার অক্সফোর্ড-কর্মসূচির আগের দিন লন্ডনে পৌঁছচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। অক্সফোর্ডে ২৭র সন্ধ্যায় রয়েছে মমতার কর্মসূচি। সেখানে দিদির সঙ্গে থাকবেন সৌরভও। এদিকে, সৌরভের স্ত্রী ডোনাও এখন লন্ডনে। সৌরভ ডোনার একমাত্র কন্যা সানা, লন্ডন আইয়ের কাছে একটি ফ্ল্যাটে থাকেন বলে খবর। বর্তমানে লন্ডনে কর্মরত সানা। এদিকে, জানা যাচ্ছে, অক্সফোর্ডে মমতার ভাষণের দিন শ্রোতা হিসাবে থাকছেন সৌরভ। প্রসঙ্গত, মমতার লন্ডন সফরে মুখ্যসচিব মনোজ পন্থ, মুখ্যমন্ত্রীর দপ্তরের বিশেষ সচিব গৌতম সান্যাল, শিল্প সচিব বন্দনা যাদব, ডাইরেক্টর অফ সিকিওরিটি পীযূষ পাণ্ডেরা রয়েছেন। এছাড়াও পশ্চিমবঙ্গ সরকারের বহু অফিসার রয়েছেন সেখানে। রয়েছেন শিল্পপতি সত্যম রায়চৌধুরী, মেহুল মোহানকা, উমেশ চৌধুরী সহ বহু বিশিষ্ট। রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা লতা বন্দ্যোপাধ্যায়ও।