আইপিএলে ফের হারের মুখ দেখল কলকাতা নাইট রাইডার্স। পাঁচ ম্যাচের মধ্যে এই নিয়ে তিনটিতেই হারল নাইট রাইডার্স। আরও যেটা গুরুত্বপূর্ণ কথা তা হল, কেকেআরের এই নিয়ে ২টি হোম ম্যাচেই হারল। এর আগে আরসিবির বিপক্ষেও হেরেছিল কেকেআর, এবার লখনউ সুপার 🌜জায়ান্টের কাছে তাঁদের পরাজয় স্বীকার করতে হল।
ম্যাচ শেষে রাহানে অবশ্য পিচ নিয়ে আর সেভাবে কিছু বলতে পারলেন না। কারণ একই পিচে বারবার আরসিবি, লখনউ রান করে চলে যাবে, আর কেকেআরের অধিনায়ক শুধু দোষ দেবেন কিউরে🍃টরকে, তাও তো হয় না। ব্যাটারদের ব্যর্থতা নাকি অধিনায়ক রাহানের ভুলেই ম্যাচ হারতে হয়, সেই নিয়ে অবশ্য প্রশ্ন থেকেই যাচ্ছে।
কারণ রিঙ্কু সিং গত ম্যাচে রান পেয়েছিলেন বেঙ্কটেশ ꦐআইয়ারের সঙ্গেই। যেহেতু এদিনের ম্যাচে টার্গেট অনেকটাই বেশি ছিল তাই অযথা তাঁর আগে রমনদীপ সিং বা অংকৃষ রঘুবংশীদের পাঠানোর সিদ্ধান্ত নিয়ে একটা প্রশ্ন উঠছে। কারণ তাঁদের কারোর ব্যাটিংয়ের হাতই রিঙ্কু মতো অতটা ভালো নয়, আর সেটা যদি ম্যাচ ফিনিশিংয়ের ক্ষেত্রে হয়। চার বলে ৫ করলেন অংকৃষ, ২ বলে ১ করলেন রমনদীপ । কেকেআর ম্যাচ হারল মাত্র ৪ রানে, অর্থাৎ ১টা বলের জন্য। হয়ত রিঙ্কু একটা বল বেশি খেলতে পারলে ম্যাচের রং ঘুরতে পারত।
CSK-র হয়ে বোলিং করছে♔ন নীরজ চোপড়া? ভাইরাল ছবি নিয়ে তুুমুল হাসাহাসি নেটপাড়ার
ফলে ৩৫ বলে অধিনায়ক রাহানের করা ৬১ রানের ইনিংস কাজে এল না। ম্যাচ শেষে 𒁏তাই হতাশ রাহানে বললেন, ‘একটা খুবই টান টান ম্যাচ হয়েছে। আমি টসের সময়ই বলেছিলাম, উইকেট ভালোই থাকবে গোটা ম্য়াচে। তাই উইকেট নিয়ে কোনও অজুহাত দেব না। ভালোই লড়াই করেছি, তবে শেষ পর্যন্ত মাত্র চার রানে হারতে হল ’।
রাহানে আরও বলেন, ‘যখন কোনও দল ২৩০র বেশি রান তাড়া করে তখন উইকেট হারানোটাই স্বাভাবিক। যে মানসিকতা এবং আগ্রাসন দেখিয়ে দল খেলেছে, সেটা অসাধারণ। যদি ব্যাটাররা একটু সময় নিয়ে খেলত, তাহলে এটা ব্যাটিং করার জন্য খুবই ভালো একটা উইকেট। এমনিতে মিড🍎ল ওভারে নারিন আর বরুণ প্রভাব বিস্তার করেই ফেলে, তবে আজকে ওরাই হিট খাচ্ছিল। তাই বোলারদের জন্য কাজটা কঠিনই ছিল ’।
গত ৩ বছর আইপিএলে নিজেকে নতুন করে চিনিয়েছেন রাহানে। ২০২৩ সাল꧅ে তাঁর স্ট্রাইক রেট ছিল ১৭২, আর এবছরে তাঁর স্ট্রাইক রেট পাঁচ ম্যাচ শেষে ১৬০। গত তিন বছরে রাহানের করা চারটি হাফ সেঞ্চুরিই তাঁর নিজের আইপিএল কেরিয়ারের দ্রুততম। ২০২৩ সালে সিএসকের জার্সিতে মুম্বইয়ের বিরুদ্ধে ১৯ বলে এবং কেকেআরের বিরুদ্ধে ২৪ বলে হাফ সেঞ্চুরি করেন রাহানে। এবছর আরিসিবির বিপক্ষে ২৫ বলে এবং এলএসজির বিরুদ্ধে ২৬ বলে অর্ধশতরান করেছেন রাহানে। এবারের আইপিএলে পাঁচ ম্যাচে রাহানে করেছেন ১৮৪ রান।