বাংলা নিউজ > বিষয় > Ajinkya rahane
Ajinkya rahane
সেরা খবর
সেরা ভিডিয়ো
অজিঙ্কা রা﷽হানের অনবদ্য শতরান যে মেলবোর্ন ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে সেই কথা বললেন কোচ রবি শাস্ত্রী। তাঁকে জিজ্ঞেস করা হয় যে স্থায়ী অধিনಌায়ক বিরাট কোহলি ও তাঁর অনুপস্থিতিতে অধিনায়কত্ব করা রাহানের ক্যাপ্টেন্সির মধ্যে ফারাক কোথায়।
তখন শাস্ত্রী বলেন যে দুইজনে দুই রকমের মানুষ। কোহলি অনেকটা আক্রমণাত্মক,🧜 বিরোধীদের কাছে নিজের মনের ভাব পৌঁছে দিতে কার্পণ্য করেন না। অন্যদিকে রাহানে ধীর𝓰, স্থির, শান্ত প্রকারের ও দলের ওপর একটি ইতিবাচক প্রভাব পড়ে তাঁর। তাই দুই অধিনায়ক ভিন্ন প্রকারের বলে মনে করেন শাস্ত্রী।
সেরা ছবি

- ম্যাচ শেষে রাহানে বললেন, ‘দলগতভাবেই আমাদের ব্যাটিং ব্যর্থ হয়েছে আজ। এই উইকেট ব্যাটিংয়ের জন্য খুবই ভালো ছিল, যেটা আমি টসের সময়ই বলেছিলাম। ১৮০-১৯০ রান তুলতে পারলে এই উইকেটে ভালো লড়াই দেওয়া যেত। এই উইকেটে ভালো বাউন্স ছিল, যেটা কখনও কখনও ব্যাটারদের কাজে লাগাতে হবে। এই হার থেকে আমরা শিক্ষা নিতে চাইব ’।
রাসেলকে বল নয় কেন? রাহানের নেতৃত্বও ডোবাল KKR-কে, আর কোথায় ব্যর্থ হল নাইটরা?

ছক্কা মেরে অর্ধশতরান,প্রথম ম্যাচে হিট রাহানে,KKR অধিনায়ক দেখালেন তিনিও কম যান না

KKR Practice Match: রাসেল ঝড় উঠলেও বৃষ্টিতে ভেস্তে গেল রিঙ্কুদের অনুশীলন ম্যাচ

ইডেনে দুরন্ত শতরান অজিঙ্কা রাহানের, রঞ্জি কোয়ার্টারে হাফ-সেঞ্চুরি হাতছাড়া দুবের

সেট হয়ে আউট রাহানে-পূজারা, রঞ্জি কোয়ার্টারে ব্যাট হাতে ব্যর্থ সূর্যকুমার যাদব

রাজকোটে লড়াই পূজারাদের,রোহতকের বোলিং পিচে নামছেন রাহানেরা- রঞ্জির শেষ আটের সূচি