Nat Sciver and Katherine Brunt become parents of their first ch❀ild: ইংল্যান্ডের ক্রিকেট তারকা ন্যাট ও ক্যাথরিন স্কিভার-ব্রান্ট দম্পতির ঘর আলো করে এলো পুত্রসন্তান। ইংল্যান্ডের মহিলা ক্রিকেট তারকা ন্যাট স্কিভার-ব্র🐭ান্ট এবং ক্যাথরিন স্কিভার-ব্রান্ট তাঁদের প্রথম সন্তানের জন্মের সুখবর দিলেন। এই দম্পতি তাঁদের পুত্রসন্তান থিওডোর মাইকেল স্কিভার-ব্রান্টের আগমনের কথা ঘোষণা করেছেন এবং এই আনন্দঘন মুহূর্তটি স্মরণীয় করে রাখতে একটি পোস্ট শেয়ার করেছেন।
প্রথম সন্তানের আগমনে উচ্ছ্বাস
ইংল্যান্ডের মহিলা ক্রিকেট দলের প্রাক্ত﷽ন ক্রিকেটার ক্যাথরিন, যিনি ৩৩৫টি উইকেট নিয়ে ইংল্যান্ডের ইতিহাসে অন্যতম সফল বোলার হিসেবে অবসর নিয়েছেন, গত বছর গর্ভবতী হন। এরপর, ২০২৫ সালে তাঁদের সন্তানের জন্মের কথা ঘোষণা করেন। ন্যাট স্কিভার-ব্রা❀ন্ট (৩২) এখনও ইংল্যান্ড দলের হয়ে খেলছেন এবং ২০২৪ সালে উইজডেনের সেরা মহিলা ক্রিকেটার নির্বাচিত হয়েছিলেন।
ন্যাট স্কিভার-ব্রান্ট সোশ্যাল মিডিয়াতে লিখেছেন, ‘আমাদের পরিবারে স্বাগতম, থিওডোর মাইকেল স্কিভার-ব্রান্ট। আমরা ভালো♔বেসে গেছি!’ তিনি আরও কয়েকটি ছবিও শেয়ার করেছেন যা তাঁদের অনুগামী এবং ক্রিকেট বিশ্বের তারকাদের থেকে প্রচুর শুভেচ্ছা পেতে শুরু করেছে।
ক্রিকেট মহল থেকে শুভেচ্ছা বার্তা
বিশ্বজুড়ে ক্রিকেট তারকারা এই সুখবরের জন্য তাঁদের অভিনন্দন জানিয়েছেন।ভারতের ক্রিকেটার যস্তিকা ভাটিয়া ভালোবাসার ইমোজিসহ ‘অভিনন্দন’ লিখেছেন। ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক হিদার নাইট একটি ‘❤️’ ইমোজি দিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন। অস্ট্রেলিয়ার ক্রিকেটার ইলিস ভিলানি লিখেছেন,🐭 ‘অ𝐆ভিনন্দন!! অসাধারণ!!’
আরও পড়ুন … Asia Cup Hockey 2025: টুর্নামেন্ট খেলতে ফের🍨 ভারতে আসছে পাকিস্তানের দল
পরিবার পরিকল্পনার সিদ্ধান্ত ও ভবিষ্যৎ ভাবনা
ন্যাট ও ক্যাথরিন স্কিভার-ব্রান্ট দীর্ঘদিন ধরেই তাঁদের পরিবার পরিকল্পনা নিয়ে ভাꦓবছিলেন। মে মাসে ন্যাট জানিয়েছিলেন যে, তাঁরা দুজনেই ভবিষ্যতে সন্তান ধারণ করতে চান। ন্যাট নিজেই তাঁর প্রথম টি-টোয়েন্টি ম্যাচ মিস করেন পাকিস্তানের বিরুদ্ধে কারণ তিনি সে সময় তাঁর ডিম্বাণু সংরক্ষণ করছিলেন।
তিনি বলেন, ‘আমি ভাগ্যবান যে আমি পরিবার শুরু করতে পারছি এবং একইসঙ্গে খেলা চালিয়ে যেতে পারছি। গত কয়েক বছরে আমাদের চুক্তিতে কিছু ইতিবাচক পরিবর্তন এসেছে, যাতে মহি𒁏লা ক্রিকেটাররা সন্তান নেওয়ার পরও সহজে ফিরে আসতে পারেন।’
আরও পড়ুন … IPL 2025: কোহলি, নরেন্দ🧜্র মোদী, সলমন, ‘পুষ্পা’-কেও পিছনে ফেললেন ধোনি! জনপ্রিয়ত꧑ার শীর্ষে মাহি
তবে, ন্যাট নিজে কেরিয়ারের সময় গর্ভধারণের ঝুঁকি নিতে চাননি এবং জানিয়েছেন, তিনি অবসরের পর সন্তান ধারণ করতে আগ্রহী। তিনি জানিয়ে🌌ছিলেন, ‘আমি সবসময় আমার ডিম্বাণু সংরক্ষণ করতে চেয়েছিলাম, যাতে পরে সেগুলো ব্যবহার করতে পারি। কেরিয়ার চালিয়ে যাওয়া, সন্তান নেওয়া এবং আবার খেলার মাঠে ফেরা—সবকিছু সামলানো কঠিন হতে পারে। ক্যাথরিন আগে গর্ভবতী হওয়ার পরিকল্পনা করেছিল, তাই আমরা এই সিদ্ধান্ত নিয়েছিলাম।’
আরও পড়ুন … IPL 2025: ৩০ টাকা থেকে ৩০ লক্ষ টাকার যাত্রা, অশ্বিনী কুমারের কঠিন জীবন লড়াইয়েꦍর কাহিনি
সম্মাননা অর্জন ও ভবিষ্যৎ স্বপ্ন
২০২৪🌱 সালে, ক্যাথরিন স্কিভার-ব্রান্ট রাজকীয় সম্মানে ভূষিত হন। সে সময় তিনি বলেছিলেন, ‘আমার দেশে ১৯ বছর ধরে খেলা আমার জন্য গর্বের বিষয়। যখন আমি আমার পুরস্কারের চিঠি পেলাম, তখন আমি আবেগাপ্লুত হয়ে পড়েছিলাম। এটি এমন একটি সম্মান যা আমি ভবিষ্যতে আমার সন্তানদের সঙ্গে ভাগ করে নিতে পারব।’ এই নতুন অধ্যায়ের শুরুতে, ন্যাট ও ক্যাথরিন স্কিভার-ব্রান্টের প্রতি ক্রিকেট মহল ও ভক্তদের শুভেচ্ছার বন্যা বইছে।