🌺 Pakistan men’s hockey team will visit India: ভারতের মাটিতে খেলতে আসছে পাকিস্তানের দল! ভারত বনাম পাকিস্তান ক্রিকেট দ্বন্দ্বের মাঝেও এশিয়া কাপে অংশ নিতে ভারতে আসছে পাকিস্তানের হকি দল। ভারত বনাম পাকিস্তানের ক্রিকেট দল একে অপরের দেশে না খেলার সিদ্ধান্ত নেওয়ার পরেও, সোমবার ঘোষণা করা হয়েছে এশিয়া কাপে অংশ নিতে যে পাকিস্তানের পুরুষ হকি দল ভারতে আসবে। এই টুর্নামেন্টটি অগস্টের ২৯ তারিখ থেকে সেপ্টেম্বরের ৭ তারিখ পর্যন্ত চলবে। টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে বিহারের রাজগীরের নবনির্মিত ক্রীড়া কমপ্লেক্সে।
💙গত মাসে শেষ হওয়া আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত ও পাকিস্তানের বিতর্ক চমরে উঠেছিল। এই টুর্নামেন্ট খেলতে পাকিস্তানে সফর করেনি ভারতের ক্রিকেট দল। বিসিসিআই-এর অস্বীকার করার কারণে দুই দল একে অপরের দেশে আইসিসি-র কোনও টুর্নামেন্ট খেলবে না বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে হকি ক্ষেত্রে পরিস্থিতি একেবারেই আলাদা।
২০২৩ সালেও পাকিস্তানের হকি দল ভারতে এসেছিল
ꦛ২০২৩ সালে পাকিস্তান শেষবার ভারতে এসেছিল এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিতে, যা চেন্নাইয়ে অনুষ্ঠিত হয়েছিল। সেখানে ছয় দলের মধ্যে তারা পঞ্চম স্থান অধিকার করেছিল। এবার আবার পাকিস্তানের হকি দল ভারতে আসতে চলেছে।
আরও পড়ুন … ಌIPL 2025: কোহলি, নরেন্দ্র মোদী, সলমন, ‘পুষ্পা’-কেও পিছনে ফেললেন ধোনি! জনপ্রিয়তার শীর্ষে মাহি
ভারত বনাম পাকিস্তান ম্যাচ মানেই উত্তেজনা
𓆉এই প্রতিযোগিতায় পাকিস্তানের অংশগ্রহণ প্রসঙ্গে হকি ইন্ডিয়ার সভাপতি দিলীপ তিরকি বলেন, ‘ভারত ও পাকিস্তানের মধ্যে যে কোনও ম্যাচই উত্তেজনাপূর্ণ এবং উপভোগ্য হয়। ২০২৩ সালে চেন্নাইয়ে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুই দল দারুণ খেলেছিল। এবারও রাজগীরে যখন দুই দল মুখোমুখি হবে, তখনও দর্শকরা ভিড় জমাবে।’
আরও পড়ুন … ♈IPL 2025: ৩০ টাকা থেকে ৩০ লক্ষ টাকার যাত্রা, অশ্বিনী কুমারের কঠিন জীবন লড়াইয়ের কাহিনি
ভারতে নিয়মিত সফর করছে পাকিস্তানের হকি দল ও অন্যান্য দল
ꦯপাকিস্তানের পুরুষ হকি দল শুধু এবারের আসরেই নয়, ২০১৮ বিশ্বকাপ, ২০১৪ চ্যাম্পিয়ন্স ট্রফি এবং ২০২১ জুনিয়র হকি বিশ্বকাপে অংশ নিতে ভারত সফর করেছিল। এছাড়াও, ২০২৩ সালে ভারতের ডেভিস কাপ দল পাকিস্তানে সফর করেছিল। ২০২৩ সালেই পাকিস্তান ফুটবল দলও ভারত সফর করেছিল SAFF চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছিল। একই বছরে, ভারতের একটি দল লাহোরে অনুষ্ঠিত ব্রিজ ফেডারেশন অফ এশিয়া এবং মিডল ইস্ট চ্যাম্পিয়নশিপে অংশ নিয়ে চারটি স্বর্ণপদক জিতেছিল।
আরও পড়ুন … 🐲IPL 2025 Points Table: MI-র লম্বা জাম্প! ৬ থেকে ১০ নামল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন KKR
ভারতে এশিয়া কাপে আরও ছয় দল অংশ নেবে
🍷পাকিস্তান ছাড়াও জাপান, দক্ষিণ কোরিয়া, চিন এবং মালয়েশিয়ার দল এই প্রতিযোগিতায় অংশ নেবে। বাকি দুটি দল AHF কাপের মাধ্যমে বাছাইপর্ব পার হয়ে মূল পর্বে খেলার সুযোগ পাবে। রাজগীর ইতিমধ্যেই ২০২৩ সালে মহিলা এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করেছিল। তবে এবারের প্রতিযোগিতা বিহার রাজ্য ও হকি ইন্ডিয়ার জন্য আরও বড় চ্যালেঞ্জ হতে চলেছে।