꧅ সবেমাত্র আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে ভারতে ফিরেছে টিম ইন্ডিয়া। আর তারই মধ্যে শুরু হয়ে গেল বিতর্ক। ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা ব্যাক টু ব্যাক ট্রফি জিতেছে আইসিসি ইভেন্টে। ভাগ্য সুপ্রশন্ন থাকলে তিনি হয়ত আইসিসি ইভেন্ট জয়ের হ্যাটট্রিকও করে ফেলতে পারতেন, যদি ১৯ নভেম্বর ২০২৩এ অস্ট্রেলিয়ার কাছে ওডিআই বিশ্বকাপ ফাইনালে না হারতেন।
🃏আগে ওপেনাররা Not Out থেকে নিজেদের গড় বাড়াত! রোহিতের প্রশংসা করতে গিয়ে কাকে খোঁচা দিলেন অশ্বিন?
চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে কোনও উত্তর দিলেন না ধোনি
ꦇএরই মধ্যে মহেন্দ্র সিং ধোনি ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি জয় নিয়ে প্রতিক্রিয়া জানাতে অস্বীকার করায় তা নিয়েই বেশ শোরগোল পড়ে গেলে সোশ্যাল মিডিয়ায়। কিছু ভক্তদের ক্ষোভ দেখা দিয়েছে মাহির ব্যবহারে। ঋষভ পন্থের বোনের বিয়েতে যোগ দিতে দেরাদুন পৌঁছে বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে সাক্ষাৎ হয় মাহির। সেখানেই ধোনিকে জিজ্ঞাসা করা হয়, ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি জয় নিয়ে। তবে বিমানবন্দর থেকে বেরোনোর সময় হাত নেড়ে কোনও উত্তর দিতে রাজি হননি ভারতের এই কিংবদন্তি অধিনায়ক।
꧃AFC Challenge League EBFC vs Arkadag Live- আশা শেষ, আর্কাদাগে ২-১ হার লালহলুদের
⭕ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি জয় নিয়ে ধোনির কিছু না বলার সিদ্ধান্তটি ভালোভাবে নেয়নি ভক্তদের একটি অংশ। বিমানবন্দরে ধোনি যখন কোনও উত্তর না দিয়ে চলে যাচ্ছিলেন, তখন তাঁর সঙ্গে থাকা ব্যক্তিরা হিন্দিতে বলেন, ‘স্যার নিষেধ করছে(অর্থাৎ স্যার বা ধোনি কথা বলতে চাইছেন না) ’। আর এই ভিডিয়ো প্রকাশ্যে আসার পর থেকেই অনেকে মনে করছেন প্রাক্তন ভারত অধিনায়ক হয়ত বর্তমান অধিনায়ক রোহিত শর্মার সাফল্য দেখে ঈর্ষান্বিত বোধ করছেন।
♏উল্লেখযোগ্যভাবে, ধোনিই একমাত্র ব্যক্তি ছিলেন না যিনি বিমানবন্দরে ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি জয় সম্পর্কে প্রশ্নের উত্তর দিতে অস্বীকার করেছিলেন। ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীরও কোনও প্রশ্নের উত্তর না দিয়েই চলে যান।
অধিনায়ক হিসেবে ধোনির রেকর্ড অটুট
𝓡ধোনির পর দ্বিতীয় ভারতীয় অধিনায়ক হিসেবে একাধিক আইসিসি ট্রফি জিতে নজিগ গড়েছেন রোহিত। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে দলকে নেতৃত্ব দিয়ে চ্যাম্পিয়ন করার পর ৯ মার্চ তিনি ভারতকে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জেতান। প্রসঙ্গত, ২০১৩ সালে ধোনির নেতৃত্বেই শেষবার চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল ভারত। ধোনিই এখনও বিশ্বের একমাত্র অধিনায়ক যিনি তিনটি আইসিসি সাদা বলের টুর্নামেন্ট জিতেছেন। ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০১১ সালে ওয়ানডে বিশ্বকাপ এবং ২০১৩ সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় দলের অধিনায়ক ছিলেন তিনি।
রোহিতও নজির গড়েছেন অধিনায়ক হিসেবে
🐎রোহিতের ঝুলিতে অবশ্য ওয়ান ডে ক্রিকেটের অন্য যে কোনও অধিনায়কের থেকে ভালো জয়ের শতাংশ রয়েছে। তিনিই প্রথম ভারতীয় অধিনায়ক যিনি একটিও ম্যাচ না হেরে দলকে দুটি আইসিসি ট্রফি এনে দিয়েছেন। ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফিতে অপরাজিত চ্যাম্পিয়ন হয় ভারত। গত তিনটি আইসিসি টুর্নামেন্টে ২৪টির মধ্যে ২৩টি ম্যাচ জিতেছে ভারত। ২০২৩ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে হেরেছিল তারা।
পন্তের বোনের বিয়েতে হাজির ধোনি, রায়না, গম্ভীর
ꦚদেরাদুনে পন্তের বোনের বিয়ের অনুষ্ঠানে হাজির ছিলেন ক্রিকেটমহলের বেশ কয়েকজন তারকা। অনুষ্ঠানের বেশ কয়েকটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে মহেন্দ্র সিং ধোনি, সুরেশ রায়না এবং পন্ত উচ্ছ্বসিতভাবে বলিউডের আইকনিক গান দামা দাম মাস্ত কালান্দারে নাচছেন। অন্য একটি ক্লিপে পাঞ্জাবি গায়ক হার্ডি সান্ধুকে পারফর্ম করতে দেখা যাচ্ছে। প্রসঙ্গত সাক্ষী এবং অঙ্কিত চৌধুরী নয় বছর ধরে একে অপরের সঙ্গে সম্পর্কে থাকা পর গত বছর বাগদান করেছিলেন।