প্রয়াত হলিউডের অন্যতম জনপ্রিয় তারকা ভ্যাল কিলমার। ৬৫ বছর বয়সে তিনি শেষ করলেন তাঁর পথ চলা। অভিনেতা মঙ্গলবার রাতে তাঁর এলএ-র বাড়িতে নিউমোনিয়ায় মারা গিয়েছেন। অভিনেতার জীবনে নানা উত্থান, পতন এসেছে, সবটা মিলিয়ে তাঁর জীবনের কাহিনিও কোনও সিনেমার থেকে কম নয়। ৯০-এর দশকের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া তারকা ছিলেন তিন🔴ি। আর সেই অভিনেতাই ২০০০-এর দশকে হলিউড অভিনেতাদের তৃতীয় সারিতে নেমে আসেন।
তিনি ১৯৮৩ সালে 'স্ল্যাব বয়েজ' দিয়ে তার কর্মজীবন শুরু🥃 করেছিলেন। তবে টম ক্রুজ অভিনীত 'টপ গান' (১৯৮৬) ছবির মাধ্যমেই তিনি জনপ্রিয়তা পান। ১৯৯১ সালে, অলিভার স্টোনের 'দ্য ডোর্স' ছবিতে জিম মরিসনের চরিত্রে অভিনয় করে তিনি তাঁর খ্যাতি আরও বাড়িয়ে তোলেন। এরপর 'টম্বস্টোন', 'হিট' এবং 'ব্যাটম্যান ফরএভার' সহ একের পর এক সফল ছবিতে কাজ করেন তিনি।
আরও পড়ুন: ফিল্ম ইন্ড্রাꦓস্টিতে সৃজিতের ১৫ বছর! কিলবিলের ✅পরম-কৌশানি তো এলেনই, আর কারা ডাক পেলেন
'ব্যাটম্যান ফরএভার' ছবির মাধ্যমে তিনি বক্স অফিসে ঝড় তুলেছিলেন। ৯০-এর দশকের মাঝামাঝি সময়ে তিনি বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেতা হয়ে উঠেছিলেন। ব্রুস উইলিস এবং ꦍআর্নল্ড শ্বার্জনেগারকেও ছাড়িয়ে গিয়েছিলেন। যদিও পরে টম ক্রুজ এবং জনি ডেপ তাঁকে ছাড়িয়ে যান।
কিন্তু ২০০০-এর দশকে তিনি 'রেড🐻 প্ল্যানেট' এবং 'আলেকজান্ডার' সহ অনেক অসফল ছবিতে অভিনয় করেছিলেন।💦 পরিচালক এবং সহ-অভিনেতাদের সঙ্গে বেশ কিছু সমস্যার পর তাঁকে 'রুড' হিসেবেও লেবেল করা হয়েছিল।
আরও পড়ুন: ডিভোর্সি কাঞ্চনকে বিয়ে! 'যৌবন থাকে না, শরꦚীরটাও পুরনো হয়ে যা🍌য়, কিন্তু সম্পর্ক…', লিখলেন শ্রীময়ী
২০১০-এর দশকে তিনি খুব কম ছবিতে অভিনয় করেছিলেন। হলিউড রিপোর্টারকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এক দশক ধরে মূ꧃লধারার হলিউড ছবি থেকে অনুপস্থিত থাকার কথা জানিয়েছিলেন। বলেছিলেন যে তিনি তাঁর সন্তানদের সঙ্গে সময় 🅘কাটাতে চান, তাই এই সিদ্ধান্ত।
২০১৫ সালে, তাঁর ক্যানসারের খবর প্রকাশ্যে আসে। কিন্তু তখন তিনি তা অস্বীকার করেন। তবে এর দুই বছর পর নিজেই তা স্বীকার ক🌟রে নেন। তিনি এই রোগ থেকে 'সুস্থ'ও হয়ে উঠেছিলেন। কিন্তু ক্যানসার তাঁর মধ্যে থেকেই গিয়েছিল। ভ্যাল কিলমার ক্যানসারের জন্য তাঁর গলার স্বরও হারিয়েছিলেন। একজন অভিনেতার কাছে তাঁর কণ্ঠস্বর যে কতখানি অমূল্য তা তো নতুন করে বলাত মতো নয়। কিন্তু ভ্যাল কিলমার তাতেও হার মেনানেনি ইলেকট্রিক ভয়েস বক্সের সাহায্যে অভিনয় চালিয়ে গিয়েছি🌱লেন। ২০১৯ সালে 'জে এবং সাইলেন্ট বব রিবুট' ছবিতে অভিনয় করেছিলেন এবং ২০২২ সালে 'টপ গান: ম্যাভেরিক' ছবিতে আইসম্যানের চরিত্রে তাঁকে দেখা গিয়েছিল। এই ছবিটিতে তিনি টম ক্রুজের সঙ্গে ৩৬ বছর পর একসঙ্গে কাজ করেছিলেন। এটাই ভ্যাল কিল্মারের বড় পর্দায় শেষ কাজ। তাঁর মৃত্যুে শোক ছায়া বিনোদন জগতে।