হাতে যদি সুযোগ থাকত♚, তাহলে রান তাড়া করার সময় ꧂বিশ্বের প্রতিটি দল নিজেদের ব্যাটিং লাইন-আপে যে নামটা দেখতে চাইত, সেটা হল বিরাট কোহলি। কিন্তু সেটা তো বাস্তবে সম্ভব নয়। বরং টিম ইন্ডিয়ার সৌভাগ্য যে বিরাট ভারতে জন্মেছেন। আর ভারতের হয়ে রান তাড়া করতে নামেন। অধিকাংশ ক্ষেত্রেই জিতিয়ে মাঠ ছাড়েন। মঙ্গলবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ‘উইনিং শট’-র বিরাট ক্রিজে না থাকলেও ভারতের জয়ের ভিত্তিপ্রস্তরটা তিনিই তৈরি করে দেন। ৯৮ বলে ৮৪ রান করে ম্যাচের সেরাও নির্বাচিত হয়েছেন। যদিও সেমিফাইনালের পরে ভারতের হেড কোচ গৌতম গম্ভীর জানালেন, রান তাড়া করার সময় বিরাট ক্রিজে আছেন বলে ড্রেসিংরুমে স্পেশাল কিছু মনে হয় না। বিরাটের জায়গায় ভারতের অন্যান্য খেলোয়াড় ক্রিজে থাকলে যেমনটা মনে হত, তেমনটাই মনে হয় কোহলির ক্ষেত্রে।
আসল বিষয়টা হল দেশের হয়ে খেলা, সাফ কথা গম্ভীরের!
ম্যাচের পরে সাংবাদিক বৈঠকে একটি নির্দিষ্ট প্রশ্নের জবাবে গম্ভীর বলেন, ‘অন্য যে কেউ ব্যাট করলে যেমন মনে হত, সেরকমই মনে হয়েছে। আমার কাছে দলের প্রত্যেক খেলোয়াড়ই গুরুত্বপূর্ণ। যে খেলোয়াড়ই খেলুক না কেন, সেটা বিরাট হোক বা অন্য কেউ, আমার একই অনুভূতি হয়। আসল ব্যাপারটা হল যে দেশের হয়ে খেলা।🌺 যখন নিজের দেশের প্রতিনিধিত্ব করেন, তখন প্রত্যেকেই গুরুত্বপূর্ণ সম্পদ।’
বিরাটের পাশে গম্ভীর!
যদিও সেই মন্তব্যের মাধ্যমে ‘চেজ মাস্টার’ বিরাটকে খাটো করেননি গম্ভীর। বরং বিরাটের ভূয়সী প্রশংসা করেছেন। এমনকী যখন লেগস্পিনারের বিরুদ্ধে ভারতীয় তারকার কিছুটা দুর্বলতা নিয়ে যখন প্রশ্ন করা হয়൲, তখন পালটা বিরাটের হয়ে জবাব দেন হেড কোচ। তিনি বলেন, ‘ভাই, আপনি যখন ৩০০টি একদিনের ম্যাচে খেলেন, তখন আপনি কোনও না কোনও স্পিনারের বলে আউট হবেন। সেটা ঠিক আছে।'
তিনি আরও বলেন, 'এই টুর্নামেন্টে (আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি) ও (বিরাট) একটা সেঞ্চুরি করেছে। ও ৯০ রান করেছে। আর আপনি যখন এত রান করবেন, তখন তো কোনও না কোনও ধরনের বোলারের বিরুদ্ধে আউট হ✱বেন। তাই ও লেগস্পিনার বা অন্য কোনও বোলারের বিরুদ্ধে আউট হয়েছে♛, সেটা বিশ্লেষণ করার পরিবর্তে ওর পারফরম্যান্সের দিকে নজর দেওয়া উচিত।’
‘ও দুর্ধর্ষ ক্রিকেটার’, বিরাটের প্রশংসায় পঞ্চমুখ গম্ভীর
সেখানেই থামেননি গম্ভীর। বিরাটের ভূয়সী প্রশংসা করে গম্ভীর বলেন, ‘একদিনের 🅠ফর্ম্যাটে ও দুর্ধর্ষ ক্রিকেটার। কীভাবে রান করতে হবে, সেই পরিকল্পনা করার ক্ষেত্রে ওস্তাদ ও। ও জানে যে পরিস্থিতির সঙ্গে♑ খাপ খাইয়ে নিয়ে কীভাবে রান করতে হবে। ও দ্রুত পরিস্থিতির সঙ্গে নিজেকে মানিয়ে নেয়। আর সেজন্যই (দলে) অভিজ্ঞ এবং দুর্দান্ত মানের খেলোয়াড় থাকার বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর সেই কারণেই একদিনের ক্রিকেটের ওর রেকর্ড দুর্দান্ত। আশা করব যে ভবিষ্যতেও ও একইভাবে খেলা চালিয়ে যাবে।’