২০২২ সালে আবির্ভꦆাবেই আইপিএল চ্যাম্পিয়ন হয় গুজরাট টাইটানস। ২০২৩ সালে ফাইনালে উঠেও খেতাব হাতছাড়া হয় তাদের। ২০২৪ সালে প্লে-অফের টিকিট হাতে পায়নি গুজরাট। এবার নতুন মরশুমে ফের চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে মরিয়া শুভমন গিলে❀র নেতৃত্বাধীন টাইটানস। আপাতত নতুন আইপিএল মরশুমে নিজেদের অভিযান শুরুর আগে দেখে নেওয়া যাক গুজরাট টাইটানসের সম্পূর্ণ স্কোয়াড ও ক্রীড়াসূচি।
আইপিএল ২০২৫-এর জন্য গুজরাট টাইটানসের স্কোয়াড
ব্যাটার: শুভমন গিল (ক্যাপಞ্টেন), শেরফান রাদারফোর্ড, গ্লেন ফিলিপসꦛ।
উইকেটকিপার-ব্যা🌼টার: জোস বাটলার,♑ কুমার কুশাগ্র, অনূজ রাওয়াত।
অল-রাউন্ডার: নিশান্ত সিন্ধু, মহীপাল লোমরোর, ওয়াশিংটন সুন্দর, আর্শাদ খান, সাই কিশোর, জয়ন্ত যাদব, করিম জানাত, সাই সুদর্শন, শাহরুখ খান, রাহুল ত✅েওয়াটিয়া।
বোলার: কাগিসো রাবাদা, মহম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণা, মানব সুতার, জেরাল্ড কোয়েটজি, গুরনূর ব্রা🦩র, ইশান্ত শর্মা, কুলবন্ত খেজরোলিয়া, রশিদ খান।
আইপিএল ২০২৫-এর জন্য গুজরাট টাইটানসের সাপোর্ট স্টাফ
ডিরেক্টর অফ ক্রিকেট- বিক্রম সোলাঙ্কি, হেড কোচ- আশিস নেহরা, 🐬সহকারী কোচ- আশিস কাপুর, সহকারী কোচ- নরেন্দ্র নেগি, সহকারী কোচ- পার্থিব প্যাটেল, সহকারী কোচ- নইম আমিন, সহকারী কোচ- ম্যাথিউ ওয়েড, স্ট্রেনথ অ্যান্ড কন্ডিশনিং কোচ- সচিন রানা, স্ট্রেনথ অ্যান্ড কন্ডিশনিং কোচ- ড্যারেন ভেনেস, পারফর্ম্যান্স অ্যানালিস্ট- সন্দীপ রাজু, লিড ফিজিও- রোহিত সাওয়ালকর, ফিজিও- গৌরব শর্মা, টিম ম্যানেজার- সত্যজিৎ পরব, লিড ম্যাসিওর- রাহুল কুমার, ম্যাসিওর- মণীশ শর্মা, টিম ডাক্তার- রিজওয়ান খান।
আইপিএল ২০২৫-এর জন্য গুজরাট টাইটানসের সূচি
২৫ মার্চ: গুজরাট 𓄧টাইটানস বনাম পঞ্জাব কিংস (আমদাবাদ, সন্ধ্যা ৭টা ৩০ মিনিট🌊)।
২৯ মার্চ: গুজরাট টাইটানস বনাম মুম্বই ইন্ডিয়ান্স (আমদাবা🦂দ, সন্ধ্যা ৭টা ৩০ মিনিট)।
২ এপ্রিল: রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম গুজরাট টাইটানস (চিন্নাস্বামী, সন্ধ্যা𒊎 ৭টা ৩০ মিনি🦂ট)।
৬ এপ্রিল: সানরাইজার্স হায়দরাবাদ🐽 বনাম গুজরাট টাইটানস (উপ্পল, সন্ধ্যা ৭টা ৩০ মিনিট)।
৯ এপ্রিল: গুজরাট টাইটানস বনাম𝓰 রাজস্থান রয়্যালস (আমদাবাদ, সন্ধ্♔যা ৭টা ৩০ মিনিট)।
১২ এপ্রিল: লখনউ সুপার জায়ান্টস বনাম গুজরাট টাইটানস (একানা স্টেডিয়াম, দুপুর ৩টে ৩০ 🔴মিনিট)।
𒉰১৯ এপ্রিল: গুজরাট টাইটানস বনাম দিল্লি ক্যাপিটাসস (আমদাবাদ, দুপুর ৩টে ৩০ মিনিট)।
২১ এ🥀প্রিল: কলকাতা 💝নাইট রাইডার্স বনাম গুজরাট টাইটানস (ইডেন, সন্ধ্যা ৭টা ৩০ মিনিট)।
২৮ এপ্রিল:♓ রাজস্থান রꦗয়্যালস বনাম গুজরাট টাইটানস (জয়পুর, সন্ধ্যা ৭টা ৩০ মিনিট)।
২ মে: গুজরাট টাইটানস বনাম সানরাইজার্স হায়দরাব🍸াদ (আমদাবাদ, সন্ধ্যা ৭টা ৩০ মিনিট)ꩵ।
৬ মে: মুম্বই ইন্ডিয়ান্স বনাম💯 গুজরাট টাইটানস (ওয়াংখেড়ে, স💙ন্ধ্যা ৭টা ৩০ মিনিট)।
১১ মে: দিল্লি ক্যাপিটালস বনাম গুজর🦹াট টাইটানস (কোটলা,ꦅ সন্ধ্যা ৭টা ৩০ মিনিট)।
১৪ মে: গুজরা♈ট টাইটানস বনাম লখনউ সুপার জায়ান্🀅টস (আমদাবাদ, সন্ধ্যা ৭টা ৩০ মিনিট)।
১৮ মে: গুজরাট টাইটানস বনাম চেন্নাই সুপার কিংস (আমদাবাদ, দুপুর ৩টে🥂 ৩০ 🐎মিনিট)।