আইপিএল ২০২৫-এর নিজেদের প্রথম ম্যাচে পাঞ্জাব কিংস ওপেন করতে পাঠায় প্রিয়াংশ আর্যকে। অনামী ২৪ বছরের এই তরুণ গুজরাট টাইটান্সের💫 বিরুদ্ধে ম্যাচে ওপেন করতে নেমেই আমেদাবাদে একেবারে ঝড় তোলেন। টস হেরে এদিন প্রথমে ব্যাট করতে নামে পঞ্জাব। আর ওপেনার হিসেবে নেমে ২৩ বলে ৪৭ করে পঞ্জাব কিংসের শুরুটা আগ্রাসী মেজাজে করেন প্রিয়াংশ। তাঁর ইনিংসে ছিল ২টি ছক্কা এবং সাতটি চার। পঞ্জাবের ইনিংসের পঞ্চম ওভারে আর্শাদ খানকে পিটিয়ে ২১ রান নেন তিনি। গুজরাটের বাকি বোলারদের বিরুদ্ধেও নিজের আধিপত্য ধরে রেখেছিলেন ২৪ বছরের এই তরুণ। অভিষেক ম্যাচেই নিজের জাত চেনালেন প্রিয়াংশ।
কে এই প্রিয়াংশ আর্য?
🎀২০২৫ আইপিএলের প্রথম ম্যাচে পঞ্জাব কিংসের জার্সিতে আইপিএলে অভিষেক হয় প্রিয়াংশ আর্যের। তিনি ২২ গজে ঝড় তুলতে ওস্তাদ। দিল্লি প্রিমিয়ার লিগেও রীতিমতো সাড়া ফেলে দিয়েছিলেন। যে কারণে ২০২৫ আইপিএলের মেগা নিলামে তাঁকে নিয়ে টানাটানি চলে পঞ্জাব কিংস, দিল্লি ক্যাপিটালস, মুম্বাই ইন্ডিয়ান্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মধ্যে। শেষ পর্যন্ত পঞ্জাব ৩.৮ কোটি টাকায় তাঁকে দলে নেয়।
💞প্রিয়াংশ আর্য দিল্লির হয়ে ঘরোয়া ক্রিকেট খেলেন এবং গত বছর তিনি দিল্লি প্রিমিয়ার লিগে সর্বোচ্চ ৬০৮ রান করে চাঞ্চল্য সৃষ্টি করেছিলেন। এবং সেই টুর্নামেন্টে তিনি ৪৩টি ছক্কা হাঁকিয়েছিলেন। এবং একটি ম্যাচে তিনি তো আবার টানা ৬টি ছক্কাও মেরেছিলেন।
বিস্ফোরণের অপর নাম প্রিয়াংশ আর্য
🎃প্রিয়াংশ আর্য তাঁর বিস্ফোরক ব্যাটিংয়ের জন্য পরিচিত। এই বাঁ-হাতি ব্যাটসম্যান যখন ক্রিজে আসেন, তখন বিশ্বের সেরা বোলারদের লাইন-লেন্থ নষ্ট হয়ে যায়। প্রিয়াংশ পাওয়ারপ্লে-তে তাঁর বিস্ফোরক ব্যাটিংয়ের জন্য বিশেষ ভাবে পরিচিত। অভিষেক শর্মা যেমন মাঠে নেমেই ঝড়ের গতিতে মারতে শুরু করেন, প্রিয়াংশও সেই একই স্টাইলে খেলেন
এই সম্পর্ক গৌতম গম্ভীরের সঙ্গে
ꦐগৌতম গম্ভীরের সঙ্গে প্রিয়াংশ আর্যের বিশেষ সম্পর্ক রয়েছে। আসলে গৌতির গুরুই প্রিয়াংশের স্যার। গম্ভীরের কোচ সঞ্জয় ভরদ্বাজই প্রিয়াংশের মেন্টর। একটি সাক্ষাৎকারে প্রিয়াংশ বলেছিলেন যে, তাঁর ব্যাটিং এবং শট খেলার কৌশল সবটাই তিনি সঞ্জয় ভরদ্বাজের থেকে শিখেছেন। প্রিয়াংশ আর্যের আইডল যুবরাজ সিং এবং তিনি ছোটবেলা থেকেই তাঁর ব্যাটিং দেখেও শিখেছেন।
অভিষেক হল সূর্যাংশেরও
✱পঞ্জাব কিংস এদিন একাদশে রেখেছেন আর এক তরুণ সূর্যাংশ সেডগে-কেও। আইপিএলে এদিন সূর্যাংশেরও অভিষেক হল। এই খেলোয়াড়ও একজন অসাধারণ অলরাউন্ডার। মুম্বইয়ের হয়ে ঘরোয়া ক্রিকেট খেলা সূর্যাংশ লম্বা ছক্কা মারার জন্যও পরিচিত।